Medinipur : চাকরির প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকার জালিয়াতি, প্রায় ১৫০ জনকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার যুবক

Medinipur : চাকরির প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকার জালিয়াতি, প্রায় ১৫০ জনকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার যুবক

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুর (Medinipur), ঝাড়গ্রাম (Jhargram), ঘাটাল (Ghatal), খড়গপুর (Kharagpur) সর্বত্র ছড়িয়েছিল জাতিয়াতির জাল। চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হয়েছিল প্রায় শ’দেড়েক যুবক যুবতীর সঙ্গে৷ প্রতারণার করে হাতিয়ে নেওয়া হয়েছিল কোটি কোটি টাকা। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মেদিনীপুরের বাসিন্দা যুবককে গ্রেপ্তার করলো মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ।

জানা গিয়েছে, ধৃত যুবকের নাম পার্থপ্রতিম হাটুই। মেদিনীপুর শহরের কেরানীটোলাতে ছিল তাঁর অফিস। অভিযোগ, সরকারি বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে চাকরির ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে তিনি হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। এমনকি অনেককে ভুয়ো পরিচয় পত্র, অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়েছেন বলে অভিযোগ। অনেক প্রতারিতকে লকডাউনের সময় ‘বেতন’ হিসাবে উল্লেখ করে কিছু কিছু টাকাও দিয়ে বিশ্বাস অর্জন করেছেন। পরে প্রতারিতরা প্রতিশ্রুতি মতো চাকরি না পেয়ে টাকা ফেরত চান, কিন্তু মেলেনি। গত ১ বছরে একাধিক এফআইআর দায়ের হয় পার্থপ্রতিমের নামে। বিগত ৮-১০ মাস ধরে বেপাত্তা ছিলেন তিনি। অবশেষে বৃহস্পতিবার রাতে মেদিনীপুর শহরের একটি মন্দির থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন:  Medinipur Sourav : শালবনীতেই কি সৌরভের কারখানা! কি বলছে জমির হদিস

ধৃতকে শুক্রবার মেদিনীপুর আদালতে পেশ করা হয়। সেই সময়ে প্রায় ২০-৩০ জন প্রতারিত যুবক যুবতী আদালত চত্ত্বরে উপস্থিত ছিলেন। তাঁরা বিক্ষোভ দেখান। পার্থপ্রতিমের উদ্দেশ্যে “চোর চোর” স্লোগান দেন। বিগত কয়েক বছরে ধৃত মূলত পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা জুড়ে ভুয়ো চাকরির প্রতারণাচক্র প্রতিষ্ঠা করেছিল বলে অভিযোগ।

আরও পড়ুন:  Medinipur : শহরের ফুটপাতে দোকান উচ্ছেদ অভিযান পুরসভার! “মাল তুলে নিয়ে যাবো”, হুঁশিয়ারি পৌরপ্রধানের

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ