টিকা নিয়ে বিভ্রান্তি পশ্চিম মেদিনীপুরে, নবম শ্রেণির ছাত্রকে দু’বার করোনার টিকা

করোনার টিকা দেওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। নবম শ্রেণির এক ছাত্রকে পরপর দুইবার করোনার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের আলোক কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে।

জানা গিয়েছে, সোমবার ডেবরা ব্লকের আলোক কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিবিরে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের করোনা টিকা দেওয়া হচ্ছিল। ছাত্রের অভিযোগ, স্কুলে টিকা দানের জন্য দুটি কাউন্টার ছিল। প্রথম বার টিকা নেওয়সর পরে তার হাতে স্লিপ দেখে টিকা নিয়েছে কিনা জিজ্ঞাসা করেন স্বাস্থ্য কর্মীরা। সে টিকা নেওয়ার কথা জানালেও তার কথা বিশ্বাস না করে পুনরায় টিকা দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন:  Dilip Ghosh: “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দেখাই করেন না”, গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের
আরও পড়ুন:  Dilip Ghosh: “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দেখাই করেন না”, গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের

বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পরই ঐ ছাত্রের বাবা স্কুল কর্তৃপক্ষকে জানান। স্কুলের তরফে ডেবরা হাসপাতালে সোমবার ও মঙ্গলবার ছাত্রটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ঔষধও দেওয়া হয়। তার কোনো রকম শারীরিক সমস্যার সৃষ্টি হয়নি। যদিও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তরফে জানা গিয়েছে, ঘটনার রিপোর্ট বিএমওএইচ-এর কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ