রাজ্যে স্বাস্থ্য পরিসেবায় চিকিৎসকের ঘাটতি মেটাতে উদ্যোগী হল রাজ্য সরকার। ন্যাশনাল হেলথ মিশনের অধীন চিকিৎসকদের নিয়োগ ও অবসরের বয়স বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য সরকারের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, চুক্তিভিত্তিক চিকিত্‍সকদের নিয়োগের বয়সসীমা ৬২ থেকে বৃদ্ধি করে ৬৭ বছর করা হচ্ছে। সেই সঙ্গে মেডিকেল অফিসারদের ক্ষেত্রে অবসরের বয়স ৬৫ বছরের পরিবর্তে ৭০ বছর করা হচ্ছে।

সংশ্লিষ্ট মহলের অনুমান, সরকারি চিকিত্‍সকদের অবসরের বয়স এবং চুক্তিভিত্তিক চিকিত্‍সকদের কার্যকালের মেয়াদ বৃদ্ধি করে চিকিৎসা পরিষেবায় চিকিৎসক ঘাটতি সামাল দিতে চাইছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়ে অসন্তোষ চোখ পড়েছে। একাধিক অভিযোগও জমা পড়েছে নবান্নে৷ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।