Singur Tata : সিঙ্গুর নিয়ে প্যাঁচে মমতা-সরকার! বন্ধ কারখানার জন্য ক্ষতিপূরণ পাবে টাটা গোষ্ঠী

Singur Tata : সিঙ্গুর নিয়ে প্যাঁচে মমতা-সরকার! বন্ধ কারখানার জন্য ক্ষতিপূরণ পাবে টাটা গোষ্ঠী

ফের প্রাসঙ্গিত সিঙ্গুর প্রসঙ্গ! সিঙ্গুরের ন্যানো কারখানা বন্ধ হওয়ার জন্য টাটা মোটরসকে ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের শিল্পোন্নয়ন নিগমকে, আরবিট্রাল ট্রাইব্যুনাল এই নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে টাটা গোষ্ঠী। এছাড়াও রাজ্য সরকারকে ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে ১১ শতাংশ হারে সুদও দিতে হবে।

সিঙ্গুরের টাটা গোষ্ঠীর ন্যানো কারখানা নির্মাণকে কেন্দ্র করে এক সময় আন্দোলন গড়ে তুলেছিল তৃণমূল। আন্দোলনের প্রেক্ষিতে ও রফাসূত্র না মেলায় সিঙ্গুরে টাটাদের কারখানা বন্ধ হয়ে যায়। সেই আন্দোলন থেকেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছিল বলেও মনে করেন অনেকে। পরবর্তীতে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া কতটা বিরূপ প্রভাব তৈরি করেছে তা নিয়েও বাদানুবাদ হয়েছে বিস্তর। এবার আইনি পথেও টাটাদের পক্ষে রায় গেল।

তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনালে সিঙ্গুরের অটোমোবাইল কারখানা মামলা চলছিল। ২০২৩ সালের ৩০ অক্টোবর তার রায় প্রদান হয়েছে। টাটা মোটরসকে ৭৬৫.৭৮ কোটি টাকা ক্ষতিপূরণ এবং ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ প্রদান না হওয়া পর্যন্ত ১১ শতাংশ হারে সুদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। এই প্রসঙ্গে সোমবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে বিবৃতি জারি করেছে টাটা গোষ্ঠী।

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ