Holiday : ফের ছুটি! নবান্নের ঘোষণায় খুশির আমেজ রাজ্য জুড়ে

Holiday : ফের ছুটি! নবান্নের ঘোষণায় খুশির আমেজ রাজ্য জুড়ে

পুজোর ছুটির (Puja Holiday) আশায় দিন গুনছে অনেকেই। যদিও পুজোর আগেই একাধিক ছুটি পেয়েছেন সরকারী কর্মচারীগণ। তবে পুজোর আগেই আবারো একদিন ছুটি রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে ছুটির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন প্রশ্ন, কি উপলক্ষে এই ছুটি ঘোষণা? চলুন জেনে নেওয়া যাক ছুটির কারণ।

পশ্চিমবঙ্গের অর্থদপ্তর থেকে ২০২২ সালের ২১ শে অক্টোবর একটি ছুটির ক্যালেন্ডার প্রকাশ করা হয়। ওই ক্যালেন্ডারেই ২০২৩ সালের সমস্ত ছুটির তালিকা রয়েছে। তবে ওই তালিকার মধ্যে এই ছুটির উল্লেখ নেই। আগামী ২৫ শে সেপ্টেম্বর কুড়মি জাতির করম পরব উপলক্ষে এই ছুটির ঘোষণা। প্রথমে রাজ্য সরকার সিদ্বান্ত নেয় যে এই দিন স্কুল কলেজ ও বিভিন্ন অফিসে হাফ ছুটি থাকবে। কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হয় যে করম পরব উপলক্ষে এই দিনটিতে পূর্ণ ছুটি থাকবে।

তবে সব ক্ষেত্রে এই ছুটি নয়। শুধু মাত্র সাধারণ অফিস, বিদ্যালয়- মহাবিদ্যালয়গুলিতে করম পরব উপলক্ষে সম্পূর্ণ ছুটি থাকবে। অন্যদিকে জুরুরি পরিষেবা প্রদানের ক্ষেত্রে ছুটির প্রভাব পড়বে না। যেমন দমকল বিভাগ, হাসপাতাল, পুলিশ প্রশাসনে ছুটির প্রভাব পড়বে না।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ