Medinipur : রেফার কি কমবে! মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যকর্তাদের

Medinipur : রেফার কি কমবে! মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যকর্তাদের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যভবনের কর্তাদের। খতিয়ে দেখেন মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও জেলার স্বাস্থ্য কর্তাদের সঙ্গে বৈঠকও হয়।

মেদিনীপুর মেডিকেল কলেজের পরিষেবা নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে৷ অনেক সময়েই রোগীকে কলকাতা রেফারের অভিযোগও ওঠে৷ যদিও জেলার মেডিকেল কলেজগুলির পরিষেবা উন্নত করতে বদ্ধপরিকর স্বাস্থ্যভবন। সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজে উন্নত ল্যাবের উদ্বোধন হয়েছে। বৃদ্ধি করা হচ্ছে বেড সংখ্যাও। তারই মধ্যে বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের একটি প্রতিনিধি দল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। ঘুরে দেখেন বিভিন্ন বিভাগ।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

পরিদর্শন শেষে স্বাস্থ্য ভবনের কর্তার সঙ্গে বৈঠক হয় মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডাঃ সৌম্য শংকর সারেঙ্গী, মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মৌসুমী নন্দী, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ও জেলার স্বাস্থ্যকর্তারা। বৈঠকে হাসপাতালের ক্যাথ ল্যাব, গাইনোকোলজি, অর্থোপেডিক সহ একাধিক ওয়ার্ডের পরিকাঠামো নিয়ে কথা হয়। সেই সঙ্গে রেফার কমাতে একাধিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয় বৈঠকে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ