রোজভ্যালির প্রতারিতরা এবার টাকা পাবেন, আদালতের নির্দেশ কার্যকর হতে চলেছে

images 2023 12 23t204146.729

রোজভ্যালির প্রতারিত আমানতকারীরা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। অবশেষে তাঁদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ শুরু হতে চলেছে। সূত্রের খবর, নতুন বছরেই সেই উদ্যোগ সরাসরি শুরু হওয়ার সম্ভাবনা। আদালত সূত্রের খবর, রোজভ্যালি চিটফান্ডে প্রতারিতদের টাকা ফেরাতে বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে কমিশন গঠন করেছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 29/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

রোজভ্যালি কান্ডে দীর্ঘদিন ধরে চলছে মামলা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিত্‍ বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে কমিশন গঠন করে ওয়েবসাইটের মাধ্যমে টাকা ফেরতের আবেদন জমা দেওয়ার নেওয়ার। সূত্রের খবর, সেই নির্দেশ কার্যকর করে ইতিমধ্যেই একটি সংস্থাকে ওয়েবসাইট তৈরির দায়িত্ব দিয়েছে কমিশন। আশা করা হচ্ছে, নতুন বছরের জানুয়ারি মাসেই সেই কাজ সম্পন্ন হবে। তারপরেই আমানতকারীরা টাকা ফেরতের জন্য আবেদন করতে পারবেন। অন্যদিকে আদালতের নির্দেশ মেনে রোজভ্যালির সম্পত্তি বিক্রয় করে অর্থ সংগ্রহও চলছে। নির্দিষ্ট নিয়ম মেনে তা আমানতকারীদের ফেরানো হবে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ