রাজ্যে প্রথম বার ক্ষমতায় আসার পর থেকেই কন্যাশ্রী, সবুজ সাথী প্রভৃতি একাধিক সামাজিক কল্যাণ মূলক কর্মসূচি নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে তাতে যোগ হয় স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার প্রভৃতি। এবার সামাজিক সুরক্ষা কর্মসূচিতে রাজ্যকে ১ কোটি ২৫ লক্ষ ডলার বা প্রায় ১,০০০ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে।
- Advertisement -
রাজ্যে তরফে একাধিক প্রকল্পের ঘোষণার সাথে সাথে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার প্রভৃতিকে সামাজিক উন্নয়নমূলক ও নারীর ক্ষমতায়ন মূলক কর্মসূচি হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এর আগে বিশ্ব ব্যাঙ্কের কাছে প্রকল্পগুলোর স্বার্থক রূপায়ণের জন্য ঋণের আবেদন রাখা হয়েছিল। এবার তাতে স্বীকৃতি মিলল।
বিশ্ব ব্যাঙ্কের তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ঋণ দানের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রাজ্যকে চিঠি দিয়ে রাজ্যের ও মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে সামাজিক সুরক্ষা প্রকল্পে প্রচেষ্টা ও সেগুলিকে চিহ্নিতকরনকে সাধুবাদ জানিয়ে এই প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ এই ঋণ দানের কথা ঘোষণা করা হয়েছে।