পাট চাষ নিয়ে একনজরে জানুন বিস্তারিত

পাট চাষ নিয়ে একনজরে জানুন বিস্তারিত

আমাদের রাজ্যে গ্রীষ্মকালীন পাট চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামবাংলার একটি বড় অংশ জুড়ে পাট ছাড় করা হয়। বিভিন্ন দূষণের কারনে বর্তমানে পাট জাত দ্রব্যকে অনেক ক্ষেত্রেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

দো-আঁশ বা বেলে দো-আঁশ মাটি তোষা পাট চাষের জন্য সর্বোত্তম। গ্রীষ্মকালে হল এর বীজ বপনের উপযুক্ত সময়। শতাংশ প্রতি ৮০০ গ্রাম ইউরিয়া, ২০০ গ্রাম টিএসপি, ২৫০ গ্রাম এমওপি সার এবং ২০ কেজি গোবর সার শেষ চাষের আগে জমিতে মিশিয়ে নিতে হবে। তবে মাটিতে জিঙ্কের অভাব থাকলে জিপসাম দিতে হবে। বীজ বপনের আগে প্রতি কেজি বীজ ৪ গ্রাম ভিটাভেক্স বা ১৫০ গ্রাম রসুন পিষে বীজের সঙ্গে মিশিয়ে শুকিয়ে নিতে হবে। এরপর সারি অনুযায়ী বপন করতে হবে।

বপনের পর চারা অল্প বড় হলে অনেক ক্ষেত্রেই জমিতে আগাছার সমস্যা হয়। নিয়মিত আগাছা পরিষ্কার, ঘন চারা তুলে নিয়ে সারি পরিষ্কার রাখার বিষয়ে নজর রাখতে হবে। পাটে সাধারণত উড়চুঙ্গা ও চেলা পোকার আক্রমণ হয়। কীটনাশকের মাধ্যমে উড়চুঙ্গা নিয়ন্ত্রণ সম্ভব। চেলা পোকা আক্রান্ত গাছগুলো তুলে জমি পরিষ্কার রাখতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ