Breaking news 13/5/2022 6 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news 13/5/2022 6 P.M : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* রাজ্যের শিক্ষা ব্যবস্থায় অসন্তোষ প্রকাশের পর এই প্রথমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শুক্রবার ব্রাত্য বসুর সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক করেন রাজ্যের সাংবিধানিক প্রধান। বৈঠক নিয়ে টুইটারে রাজ্যপাল জানিয়েছেন, শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়। এদিন শিক্ষামন্ত্রী ও রাজ্যপালের এদিনের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিকে, রাজ্যপালের পর উপাচার্যদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ১৯ মে বৈঠকের ডাক দিয়েছেন তিনি। বৈঠকে রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সশরীরে উপস্থিতির কথা বলা হয়েছে। ওই বৈঠকে ঠিক কী আলোচনা হল, সেদিকেই নজর সকলের। 

* এসএসসি গ্রুপ সি নিয়োগে ‘দুর্নীতি’র অভিযোগে চলছে তদন্ত। এই মামলায় শুক্রবার কলকাতা হাই কোর্টে রিপোর্ট পেশ করল বাগ কমিটি। আদালত সূত্রে খবর, সেই রিপোর্টের ছত্রে ছত্রে নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি ও দুর্নীতির কথা তুলে ধরা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও ৩৮১ জনকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল। ৩৮১ জনের মধ্যে ২২২ জনের নাম কোনও প্যানেল বা ওয়েটিং লিস্টে ছিল না। এরা পার্সোনালিটি টেস্টে অংশ গ্রহণ করেনি,কারণ এরা কেউ লিখিত পরীক্ষায় পাশ করেনি। অশোক কুমার সাহা, সৌমিত্র সরকার, শান্তি প্রসাদ সিনহার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা উচিত। কারণ এরা প্যানেলের পুনর্মূল্যায়ন করে Rank পরিবর্তন করেছে। SSC-র অফিস থেকেই স্ক্যান করা সই করে এই সুপারিশপত্র দেওয়া হয়েছিল।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৮/১১/২০২২

* কারাগারে বন্দি অবস্থায় আত্মহত্যার চেষ্টা মামলায় দোষী সাব্যস্ত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যদিও দোষী সাব্যস্ত করা সত্ত্বেও কুণালকে শাস্তি দেননি বিচারক৷ বরং তৃণমূল নেতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত ঠিক ছিল না। আপনি যে লড়াই করছেন করুন। যত অবসাদই হোক, আত্মহত্যায় সমস্যার সমাধান হয় না। বিচারক জানিয়েছেন, আত্মহত্যার চেষ্টার জন্য কুণাল ঘোষকে আদালত যে তিরস্তার করল, সেটিই তাঁর শাস্তি৷ উল্লেখ্য বেআইনি আর্থিক লগ্নি সংস্থা সারদা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তৃণমূলের রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষের। ২০১৪ সালে জেলবন্দি ছিলেন তিনি। সেই সময় প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। জানা যায়, একসঙ্গে অনেকগুলি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কুণাল ঘোষ।

* রাজস্থানের উদয়পুরে দলের চিন্তন শিবিরের মঞ্চ থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি ৷ কংগ্রেস সভানেত্রীর অভিযোগ, ইতিহাস বিকৃত করে দেশে মেরুকরণের চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির ৷ মহাত্মা গান্ধির হত্যাকারীদের মহিমান্বিত করা হচ্ছে। সনিয়া শুক্রবারের সভা থেকে বিজেপি-কে আক্রমণ করেন, বলেন, এই সরকারের হামলে মুদ্রস্ফীতির চরম হার দেখা গিয়েছে, বেকারত্বের হার বেড়েছে, পাশাপাশি সংখ্যালঘুদের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। সনিয়ার মন্তব্যের আগে এ দিনের সভায় দলের কর্মীদের জন্য আলাদা করে একটি গাইডলাইন প্রকাশ করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা অশোক গেহলট। কংগ্রেসে পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে গিয়ে সনিয়া বলেছিলেন, সংগঠনে বদল সময়ের দাবি। আমাদের কাজের ধরণ পরিবর্তন করতে হবে। আমাদের সংগঠনকে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার ঊর্ধ্বে রাখতে হবে, কারণ দল আমাদের অনেক কিছু দিয়েছে এবং তা ফেরৎ দেওয়ার সময় এসেছে।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ১৫/১১/২০২২

* পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার বলেন যে, ধোনি যদি খেলোয়াড় বা অধিনায়ক হিসাবে খেলতে না চান, তবে তিনি পরবর্তী আইপিএল মরসুমে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ বা পরামর্শদাতার ভূমিকা নিতে পারেন। আইপিএল ২০২২-এর ৫৯তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়েছে। এই হারে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল চেন্নাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ