আজকের রাশিফল ১৭/৯/২০২০


Todays horoscope 17/9/2020
মেষ: ব্যবসার দিকে আজ ভাল সুযোগ আসতে পারে কাজে লাগান। আজ বাইরের কোনও অশান্তি আপনাকে নাজেহাল করতে পারে। খুব নিকট কারও থেকে আঘাত পেতে পারেন। পরিবারে সকলের কাছে সম্মান প্রাপ্তি হতে পারে। নতুন বন্ধু হতে পারে। আজ গুরুত্বপূর্ন কাজে বিপত্তি আসতে পারে। দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি হতে পারে। গুরুজনদের শরীর নিয়ে চিন্তা হতে পারে। আজ আপনার কোনও আশা পূরণ হতে পারে।
বৃষ: আইনি কোনও কাজ খুব ভাল হতে পারে। আজ সারাদিন নানা দিক থেকে কর্মের সুযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। গৃহ নির্মাণের শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা একটু থাকবে। পরিবারে পরিস্থিতির সঙ্গেও নিজেকে মানিয়ে নিন।
মিথুন: মানসিক যন্ত্রণার জন্য ঘুমের ব্যঘাত হতে পারে। বিবাহ সংলগ্ন কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনের সময়টা খুব উপযুক্ত। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। আজ কোনও কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে। আজ কর্মের জায়গায় প্রচুর সুনাম বৃদ্ধি পাবে। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পুরন হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনমালিন্য হতে পারে।
কর্কট: আজ কোনও আশা ভঙ্গ হতে পারে। আজ সন্তানের কোনও ভাল জিনিস আপনাকে অবাক করবে। আজ বিনিয়োগমূলক কোনও ব্যবসার ফল ভাল পাওয়া যাবে। ব্যয় কম হবে। সঙ্গীত চর্চায় হাল ধরে রাখুন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকুল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। ঠাণ্ডা লাগার জন্য মাথার যন্ত্রণা বাড়তে পারে।
সিংহ : আজ আয় ভালো হলেও, ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে চিন্তাও বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে। কাজে অত্যধিক সতর্কতা অবলম্বন করতে হবে, নিজের পারফরমেন্সে উন্নতির চেষ্টা করুন। গৃহস্থ জীবন ঠিক-ঠাক থাকবে।
কন্যা : আজ দিন ভালো কাটবে। আয় ভালো হওয়া সত্ত্বেও, সামান্য ব্যয় হবে। কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন, তবে এমন করা থেকে বিরত থাকুন, না-হলে ক্ষতি স্বীকার করতে হতে পারে। গৃহস্থ জীবন ভালো কাটবে।
তুলা : আজ নিজের কাজে মনযোগী হবেন, তাহলেই ভালো ফল পাবেন। হঠাৎ কোনও কাজ সফল হওয়ায় আনন্দিত হবেন। দুপুরের পরে বন্ধু ও পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। গৃহস্থ জীবনে অবসাদ আসবে। জীবনসঙ্গীর চাকরিতে পদোন্নতি হতে পারে।
বৃশ্চিক : আজ আপনার দিন ভালো কাটবে। ভাগ্যের জোরে কাজে সাফল্য পাবেন। চাকরি সংক্রান্ত বিষয়ে সাফল্য পাবেন। বিবাহিতদের গৃহস্থ জীবন আনন্দে কাটবে, সম্পর্কে ভালোবাসা গাঢ় হবে।
মকর :মকর রাশির জাতক জাতিকার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কাজের লোকের উপর কিছুটা বিরক্ত হওয়ার আশঙ্কা। অনৈতিক সম্পর্কের অবশান হতে পারে। পারিবারিক ক্ষেত্রে আত্মীয়র দ্বারা গোপন শত্রুতার শিকার হতে পারেন। আপনার কোনও মূল্যবান দ্রব্য হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে। অসুস্থদের আরোগ্য লাভের যোগ।
ধনু : ধনু রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সন্তানের সঙ্গে বেড়াতে যেতে পারেন। সৃজনশীল কাজে আপনার সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে। কোন বন্ধুর সাহায্য পেতে পারেন। রোমান্টিক সম্পর্কে নতুন ঘটনা ঘটতে পারে। প্রতিযোগীতামূলক কোন কাজে বিজয়ী হবার সম্ভাবনা।
কুম্ভ : কুম্ভের জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কর্মরতদের কাজের ঝুঁকি বৃদ্ধি পাবে। ছোট ভাই বোনের কর্ম লাভের যোগ বলবান। বিদেশ থেকে কোন ভালো সংবাদ পেতে পারেন। কোন মনবাঞ্ছা পূরণের সম্ভাবনা। ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন।
মীন :মীনের জাতক জাতিকার দিনটি প্রত্যাশা পূরণের। সাংসারিক কোন বিষয়ে মায়ের পরামর্শে উপকৃত হতে পারেন। আত্মীয়দের সাহায্য লাভের যোগ প্রবল। যানবাহন লাভের সুযোগ আসতে পারে। চিকিৎসক ও ঔষধ বিক্রয় প্রতিনিধিদের আর্থিক উন্নতি হতে পারে। জমি ও ভূমি ক্রয় বিক্রয়ে সফল হতে পারেন।