৭ মে পর্যন্ত তিহার জেলেই কাটাতে হবে কেজরিওয়ালকে

৭ মে পর্যন্ত তিহার জেলেই কাটাতে হবে কেজরিওয়ালকে

আবগারি দুর্নীতির মামলায় গ্রেপ্তার দিল্লিমুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। এ ছাড়া তেলঙ্গানার ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেত্রী কে কবিতাকেও জেলেই থাকতে হচ্ছে। মঙ্গলবার দিল্লির একটি আদালত নির্দেশ দেয়, ৭ মে পর্যন্ত তাঁদের তিহার জেলেই কাটাতে হবে।

কেজরিওয়াল ও কবিতা ছাড়াও গোয়ার ভোটে আম আদমি পার্টির তহবিল সংগঠক চানপ্রিত সিংকে আজ মঙ্গলবার ভার্চুয়ালি হাজির করা হয় রাউস অ্যাভিনিউ আদালতে।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 18/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির হাতে গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন জমা দেন কেজরিওয়াল। এ পর্যন্ত যতবারই জামিন আবেদন করেছেন, তা বাতিল করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  অবিশ্বাস্যকর পরিস্থিতি ! লোকসভা নির্বাচনে কোন ভোট দিলনা এই ৬ জেলার মানুষ

আম আদমি পার্টির (এএপি) এই নেতা জানান, বেআইনিভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। এমনকি কোনো রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কেজরিওয়াল।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ