অবিশ্বাস্যকর পরিস্থিতি ! লোকসভা নির্বাচনে কোন ভোট দিলনা এই ৬ জেলার মানুষ

অবিশ্বাস্যকর পরিস্থিতি ! লোকসভা নির্বাচনে কোন ভোট দিলনা এই ৬ জেলার মানুষ

আর দশটা কেন্দ্রের মতো ১৯ই এপ্রিল নাগাল্যান্ডের লোকসভা কেন্দ্র গুলিতেও প্রথম দফাতেই ছিল লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। রীতিমতো ভোট গ্রহন করতে নির্বাচন কর্মীরা পৌঁছে গিয়েছিল বুথে বুথে। কিন্তু নাগাল্যান্ডের ৬ জেলার ভোট কেন্দ্রে পড়লো না একটি ভোটও। কেন? কারণ ভোট বয়কটের ডাক দিয়েছেন তারা।

জানা গেছে, পৃথক প্রশাসন এবং বৃহত্তর আর্থিক স্বাধীনতার দাবিতে ‘গণ জরুরি অবস্থা’ জারি করে স্থানীয়দের ভোট বয়কট করতে আহ্বান জানিয়েছিল ‘ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অ্যাসোসিয়েশন’ বা ইএনপিও (ENPO calls For Poll Boycott)। আর তাই নাগাল্যান্ডের ছয় জেলায় ভোট বয়কট করেছে ভোটাররা। ফলে ছটি জেলায় কার্যত কোনও ভোটই পড়েনি (Nagaland Zero Percent Vote In 6 Districts)।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ