আপনার বাচ্চাকে খাওয়াচ্ছে সেরেল্যাক নামক বিষ? ভয়াবহ বিপদের মুখে আপনার শিশু

আপনার বাচ্চাকে খাওয়াচ্ছে সেরেল্যাক নামক বিষ? ভয়াবহ বিপদের মুখে আপনার শিশু

বেবি-ফুড ব্র্যান্ড নেসলের বিরুদ্ধে উঠল বড়সড় অভিযোগ।নেসলের সর্বাধিক বিক্রিত সেরেল্যাকে উচ্চ মাত্রায় চিনি মেশানো হচ্ছে। সংবাদমাধ্যম ‘পাবলিক আই’-এর এক তদন্তে উঠে এসেছে এই তথ্য। তবে আশ্চর্যের বিষয় হল ব্রিটেন, জার্মানি, সুইজারল্যান্ড এবং অন্যান্য উন্নত দেশগুলিতে সেরেল্যাকের মধ্যে নেই অতিরিক্ত পরিমাণে চিনি। বিশেষজ্ঞদের মতে, নেসলের মতো সংস্থার তৈরি শিশুখাদ্যে চিনি ও মধু মেশানোর প্রবণতা বিপজ্জনক।

পাবলিক আইয়ের তদন্তে নেসলের বিরুদ্ধে কি তথ্য উঠে এসেছে? সেখানে বলা হয়েছে, ভারতের মধ্যে নেসলের যে ১৫ ধরনের শিশু খাবার পাওয়া যায় সেখানে অত্যাধিক পরিমাণে রয়েছে চিনি। জানা গিয়েছে, প্রতিটি সেরেল্যাকে প্রায় ৩ গ্রাম করে চিনি থাকে। যা শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে ব্রিটেন বা জার্মানিতে সেরেল্যাকের মধ্যে থাকে না চিনি। অন্যদিকে গবেষণায় উঠে এসেছে, ইথিওপিয়া ও থাইল্যান্ডে সেরেল্যাকের মধ্যে প্রায় ৬ গ্রাম চিনি থাকে।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 19/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অফ পারাইবার পুষ্টি বিভাগের এপিডেমিওলজিস্ট এবং অধ্যাপক রডরিগো ভিয়ানা বলেছেন, ‘শিশু এবং ছোট বাচ্চাদের দেয়া খাবারগুলিতে চিনি যুক্ত করা উচিত নয়। কারণ এটি শিশু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।’

আরও পড়ুন:  দেশজুড়ে শিক্ষিত বেকারদের হাহাকার, তবুও দেশে আবারও মোদী সরকার

উল্লেখ্য, পরিসংখ্যান অনুসারে ২০২২ সালে ভারতে প্রায় ২০ হাজার কোটিরও বেশি সেরেল্যাক বিক্রি হয়েছে। চিনি মেশানো বিষয় নিয়ে নেসলে ইন্ডিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, সমস্ত স্থানীয় নিয়ম ও আন্তর্জাতিক মান বজায় রেখে এই পণ্য গুলি তৈরি করা হয়ে থাকে। তবে কেন সেরেল্যাকের মধ্যে অত্যাধিক পরিমাণে চিনি ব্যবহার হয় তা এখন সংস্থার তরফে জানান হয়নি।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ