জঙ্গলমহলের করোনা আপডেট ১০/৯/২০২০


Corona update of Jangalmahal 10/9/2020
GNE NEWS DESK : পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দফতরের আজ ১০ই সেপ্টেম্বর ২০২০ এর কোভিড -19 স্বাস্থ্য বুলেটিনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া এই চারটি জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৩১৪ জন, সুস্থ হয়ে উঠেছেন ২৪৪ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। আসুন দেখে নিই এই চারটি জেলার করোনা আপডেট।
পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৫৬ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন ১২৬ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৬,৩২৫ জন, তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪,৯৭৯ জন। ১,২৭৬ জন চিকিৎসাধীন রয়েছেন। ৭০ জনের করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে। শেষ রিপোর্ট করা কেস ছিল ৯ই সেপ্টেম্বর।
বাঁকুড়া : বাঁকুড়া জেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯৩ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন ৯৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩,৫৭৪ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২,৮৩৬ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের। ৭১২ জন চিকিৎসাধীন রয়েছেন। শেষ রিপোর্ট করা কেস ছিল ৯ই সেপ্টেম্বর।
ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩৩৪ জন। তার মধ্যে ২৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ২ জনের করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে। ৫০ জন চিকিৎসাধীন রয়েছেন। শেষ রিপোর্ট করা করোনা ভাইরাসের কেস ছিল ৯ই সেপ্টেম্বর।
পুরুলিয়া : পুরুলিয়া জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৫৬ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন ১৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ১,৯০৫ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১,৪৯৩ জন। ৬ জনের করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে। ৪০৬ জন চিকিৎসাধীন রয়েছেন। শেষ রিপোর্ট করা কেস ছিল ৯ই সেপ্টেম্বর।