পশ্চিমবঙ্গের করোনা আপডেট ২৭/১১/২০২০
Corona update of West Bengal 27/11/2020
GNE NEWS DESK : আজ ২৭শে নভেম্বর ২০২০ পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৩,৪৮৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এবং ৩,৪৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ডিসচার্জ রেট ৯৩.০৬%। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসজনিত কারণে মৃত্যু হয়েছে ৪৬ জনের।
পশ্চিমবঙ্গের ২৭শে নভেম্বর ২০২০ এর রিপোর্ট করা তথ্য অনুযায়ী করোনা ভাইরাসজনিত কারণে পশ্চিমবঙ্গে মোট মৃত্যুর সংখ্যা ৮,২৭০। করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৪,৭৩,৯৮৭। করোনা ভাইরাস থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪,৪১,১০০ জন। বর্তমানে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৪,৬১৭ জন।
গত ২৪ ঘণ্টায় ৪৫,১২৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, এবং এখন পর্যন্ত পরীক্ষিত মোট নমুনার সংখ্যা ৫৭,৪৪,৩৬৪ টি। মোট নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা ৯৫* । বর্তমানে হোম কোয়ারেন্টাইন সেন্টারে মোট ৯০,১৮৯ জন রয়েছেন।