শিশু দিবসের দিনে দুঃস্থ শিশুদের হাতে নতুন পোশাক, উদ্যোগে ক্যুইজ ব্যাঙ্ক

শিশু দিবসের দিনে দুঃস্থ শিশুদের হাতে নতুন পোশাক, উদ্যোগে ক্যুইজ ব্যাঙ্ক

 

প্রতি বছর ১৪ ই নভেম্বর দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন, অর্থাৎ যে দিনটিকে আমরা শিশুদিবস হিসেবে পালন করি সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে কুইজ ব্যাংক, মনোহরপুর সংগঠনের চতুর্থ বর্ষের মানবিক উদ্যোগ “একটু হাসির জন্য” । সারাবছর কুইজের প্রসারের পাশাপাশি প্রতিবছর এই দিনটিতে সাধ্যমত কয়েকজন দুঃস্থ বাচ্চার হাতে নতুন পোশাক, শিক্ষা সামগ্রী তুলে দিয়ে তাদের মিষ্টিমুখ করানো হয়। দাঁতন ১ ব্লকের মালিয়াড়া সুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় কয়েকজন বাচ্চারা প্রথমে কেক কেটে নেহেরুজির জন্মদিন পালন করে এবং পরে তাদের হাতে নতুন পোশাক ও শিক্ষা সামগ্রী তুলে দিয়ে এই শিশু দিবস দিনটিকে যথেষ্ট তাৎপর্যপূর্ন ভাবে পালন করলেন সংস্থার পক্ষ থেকে।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

উপস্থিত ছিলেন সংস্থার পক্ষ থেকে সৌমিত্র মিশ্র, অনল চক্রবর্তী, সুমন কর, চয়ন চক্রবর্তী ও অন্যান্যরা। সংস্থার সম্পাদক অনল চক্রবর্তী বলেন “শুধু গানের লাইনের মাধ্যমে নয়, বাস্তবে আমাদের এই পৃথিবীকে কোটি শিশুদের উপযোগী বাসভূমি গড়ে তুলতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধ্য মতো যদি সবাই এগিয়ে আসেন তাহলে এই পিছিয়ে পড়া বাচ্চারা কল্পনাতিত ভাবে এগিয়ে যাবে এ আমার দৃঢ় বিশ্বাস”। উনি এও জানান যে “কুইজ ব্যাংক সংগঠন যতদিন থাকবে ততদিন আমরা ১৪ই নভেম্বর দিনটিতে এবং বছরের যে কোনো সময় সাধ্যমত ওদের পাশে এভাবেই দাঁড়াবো”

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ