কংসাবতীর চরে হরিণ, উদ্ধার করলো লালগড় থানার পুলিশ ও বন বিভাগ

কংসাবতীর চরে হরিণ, উদ্ধার করলো লালগড় থানার পুলিশ ও বন বিভাগ

লালগড়ের বালিশিরা অঞ্চলে কংসাবতী নদীর তীরে উদ্ধার হল একটি দলছুট হরিণ। সেটিকে উদ্ধারের পর প্রাথমিক শুশ্রূষা করে ঝাড়গ্রাম ডিয়ার পার্কে নিয়ে যাওয়া হয় লালগড় থানা ও বন বিভাগের তরফে।

আরও পড়ুন:  দলমার দাঁতালের ভয়, তবুও মহুল এই জঙ্গলমহলের অন্যতম আয়ের উৎস

জানা গিয়েছে, শনিবার লালগড়ের বালিশিরা অঞ্চলে কংসাবতী নদীর তীরে দলছুট হরিণটিকে ঘোরা ফেরা করতে দেখেন স্থানীয়রা। এরপরেই খবর দেওয়া হয় লালগড় থানা ও রেঞ্জ অফিসে। পুলিশ ও বনবিভাগের কর্মীরা এসে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার করেন। প্রাথমিক শুশ্রূষাও করা হয় হরিণটির। এরপর পরে সেটিকে বন বিভাগের তরফে ঝাড়গ্রাম ডিয়ার পার্কে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:  প্রচারে বেরিয়ে তরুণীর গালে চুমু বিজেপি প্রার্থীর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ