পশ্চিম মেদিনীপুর জেলার সবং-এ রান্নাঘর থেকে উদ্ধার হল চতুর্থ শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
জানা গিয়েছে, রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৫ নম্বর সারতা অঞ্চলের বীরকোটা গ্রামের বাসিন্দা পূর্ণচন্দ্র খাটুয়া তাঁর স্ত্রীকে নিয়ে কিছু দূরে ধান জমিতে কাজ করছিলেন। কিছু পরে বাড়ি এসে বড় মেয়ে মাম্পি খাটুয়াকে দেখতে পাননি। সন্ধ্যাবেলায় খোঁজ খুজির পর রান্নাঘর থেকে ১০ বছরের ছাত্রীর ঝুলন্ত দেহ মেলে। তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
- Advertisement -
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে আত্মহত্যার তত্ত্ব উঠে এলেও পরিবারের লোকজন তা মানতে নারাজ। পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।