Medinipur : মেদিনীপুর থেকে ইতালি যাচ্ছে ৩ বছরের শুভ

img 20240116 wa0002

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুরের সরকারি হোম থেকে ইতালি পাড়ি দিচ্ছে ৩ বছরের ছোট্ট শুভ সরেন। ইতালির মিলান শহরের এক দম্পতি আন্তর্জাতিক দত্তক সংস্থা আফার মাধ্যমে সন্তান হিসাবে দত্তক নিয়েছেন শুভকে। অনলাইন মাধ্যমে তাঁরা দত্তকের জন্য আবেদন করেন। সোমবার সরকারি ভাবে ভিসা, পাসপোর্ট সহ সমস্ত আইনি কাগজপত্র ঐ দম্পতিকে হস্তান্তর করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদরি।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

ইতালির মিলানের বাসিন্দা এলবাস্তু রেবনি পেশায় ইঞ্জিনিয়ার ও তাঁর স্ত্রী এলিজাবেথ গৃহবধূ। দম্পতির ৭ বছরের এক কন্যা সন্তান রয়েছে। মেদিনীপুরের সরকারি হোম থেকে শিশু দত্তক নেওয়ার জন্য আন্তর্জাতিক দত্তক সংস্থা আফার মাধ্যমে অনলাইনে আবেদন করেন তাঁরা। সমস্ত নিয়ম মেনে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মেদিনীপুর হোম থেকে শুভ সরেন নামে ঐ শিশুকে দত্তক নিলেন তাঁরা। নতুন পরিবারের সঙ্গে ইতালি পাড়ি দিচ্ছে সে। জেলা প্রশাসনের তরফে ট্রাকারের মাধ্যমে শুভর খোঁজখবর নেওয়া হবে।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ