মাস্ক ব্যবহার করুন ও সোশাল ডিসটেন্স মেনে চলুন।
পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া এই চারটি জেলার পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দফতরের আজ ৭ই জানুয়ারি ২০২২ এর কোভিড -১৯ স্বাস্থ্য বুলেটিন আসুন দেখে নিই
বাঁকুড়া : বাঁকুড়া জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১৭৬ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন ৫৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩৭,৬০৩ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬,৯১১ জন। মোট মৃত্যু হয়েছে ২৭৬ জনের। ৪১৬ জন চিকিৎসাধীন রয়েছেন। শেষ রিপোর্ট করা কেস ছিল ৬ই জানুয়ারি।
ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯৯ জন আক্রান্ত হয়েছে, সুস্থ হয়ে উঠেছেন ২৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১২,৬২৭ জন। তার মধ্যে ১২,৪০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মোট ২৭ জনের করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে। ১৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন। শেষ রিপোর্ট করা করোনা ভাইরাসের কেস ছিল ৬ই জানুয়ারি।
- Advertisement -
পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৫০ জন আক্রান্ত হয়েছে, সুস্থ হয়ে উঠেছেন ১০৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫৫,৪৯৫ জন, তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৪,১৯০ জন। ৭৯১ জন চিকিৎসাধীন রয়েছেন। মোট ৫১৪ জনের করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে। শেষ রিপোর্ট করা কেস ছিল ৬ই জানুয়ারি।
- Advertisement -
পুরুলিয়া : পুরুলিয়া জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ২৪৪ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়ে উঠেছেন ৫৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ২০,১৪১ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯,৫৪২ জন। মোট ১১৪ জনের করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে, ৪৮৫ জন চিকিৎসাধীন রয়েছেন। শেষ রিপোর্ট করা কেস ছিল ৬ই জানুয়ারি।