Medinipur : মাঠ ঘিরতে গিয়ে খোদ পৌরপ্রধান ঘেরাও! রাস্তা অবরোধ ছাত্রছাত্রী ও স্থানীয়দের

Medinipur : মাঠ ঘিরতে গিয়ে খোদ পৌরপ্রধান ঘেরাও! রাস্তা অবরোধ ছাত্রছাত্রী ও স্থানীয়দের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল আগেই। তা পালন করতে গিয়ে ঘেরাওয়ের মুখে খোদ মেদিনীপুর পুরসভার পুরপ্রধান। হল পথ অবরোধ। ঘটনাস্থল অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠ।

Medinipur : মাঠ ঘিরতে গিয়ে খোদ পৌরপ্রধান ঘেরাও! রাস্তা অবরোধ ছাত্রছাত্রী ও স্থানীয়দের
বিক্ষোভ স্থানীয়দের

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মেদিনীপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠকে দখলমুক্ত করার জন্য শুক্রবার ফেন্সিং দিয়ে মাঠ ঘেরার কাজ চলছিল জেলা প্রশাসন, পুলিশ ও মেদিনীপুর পৌরসভার প্রতিনিধিদের উপস্থিতি। কিন্তু আপত্তি তোলেন মাঠের ওপর প্রান্তে থাকা স্কুলের ছাত্রছাত্রী ও এলাকার স্থানীয় মানুষজন। টিভি টাওয়ার মাঠ সংলগ্ন জজকোর্ট মোড়ে রাস্তা অবরোধ করেন ছাত্রছাত্রী ও স্থানীয়রা। মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খানকে ঘেরাও করে চলে প্রতিবাদ ও বিক্ষোভ। এলাকার মানুষজনের প্রতিবাদের ফলে পিছু হটে প্রশাসন।

আরও পড়ুন:  Birendra Setu : ফের চালু হল বীরেন্দ্র সেতু, স্বস্তি জেলাবাসীর

Medinipur : মাঠ ঘিরতে গিয়ে খোদ পৌরপ্রধান ঘেরাও! রাস্তা অবরোধ ছাত্রছাত্রী ও স্থানীয়দের
ছাত্রছাত্রী ও স্থানীয়দের পথ অবরোধ

মাঠ ঘেরাও প্রসঙ্গে এলাকায় স্থানীয় মানুষজন ও ছাত্রছাত্রীদের বক্তব্য, পুরো মাঠ ঘেরা হলে মাঠের অপর প্রান্তে থাকা স্কুলের ছাত্রছাত্রীদের ও স্থানীয়দের যাতায়াতের অসুবিধা হবে। কারণ ব্যবহৃত রাস্তাটি মাঠের মাঝখান দিয়ে গিয়েছে। মাঠে ফেন্সিং পড়লে মাঠের ওপর প্রান্তে যেতে অনেকটা পথ অতিক্রম করতে হবে। পুরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, “আমরা মাঠ ঘিরতে গিয়েছিলাম, কিছুটা হয়েও গিয়েছিল। কিন্তু মাঠের অপর প্রান্তে ৪টি স্কুল আছে, ওদিকে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করেন। স্কুলের বাচ্চারা এসে রাস্তা অবরোধ করে এবং আমাদের কাজে বাধা দিয়ে কাজ করতে দেয়নি। জোর করে তো মাঠ ঘেরাও সম্ভব না।” তিনি আরও জানিয়েছেন, বিকল্প রাস্তার ব্যবস্থা করার পর হাইকোর্টের নির্দেশ মেনে মাঠ ঘেরা হবে।

আরও পড়ুন:  Medinipur : আমতলার সাঁকোতে বাইক পারাপার নিষিদ্ধ, জারি বিজ্ঞপ্তি

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ