Cyclone: সিত্রাং-এর প্রভাব, উত্তাল দীঘার উপকূল, নামলো এনডিআরএফ

Cyclone: সিত্রাং-এর প্রভাব, উত্তাল দীঘার উপকূল, নামলো এনডিআরএফ

সোমবার সকাল থেকেই আকাশের মুখ ভার। সিত্রাং-এর প্রভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝে মধ্যে হচ্ছে ঝিরঝিরে বৃষ্টিও। এইদিন উত্তাল হয়ে উঠেছে দীঘার সমুদ্রও। সিত্রাং উপকূলে আঘাত হানলে পরিস্থিতির আরও ভয়ঙ্কর হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া দফতর আগেই সতর্কতা জারি করেছিল। সোমবার সকাল থেকেই দীঘার আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে। উত্তাল হয়েছে সমুদ্র৷ ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছে। রবিবার থেকেই পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলছে পুলিশের মাইকিং। সৈকতে কড়া নজরদারিও চালানো হচ্ছে৷ পর্যটকদের উপকূলেও আসতে নিষেধ করা হচ্ছে। কন্ট্রোল রুম খোলা রয়েছে। দিঘা এবং দিঘা কোস্টাল থানার তরফে নজরদারি চালানো হচ্ছে উপকূলবর্তী এলাকার গ্রামে। দীঘায় নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর দল। তাদের তরফেও শুরু হয়েছে টহলদারি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ