Cyclone: সিত্রাং এগিয়ে আসছে, মঙ্গলবার ভোররাতেই আঘাত করবে উপকূলে

Cyclone: সিত্রাং এগিয়ে আসছে, মঙ্গলবার ভোররাতেই আঘাত করবে উপকূলে

 

বিকেল সাড়ে ৫টায় সাগর দ্বীপের ২৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূ্র্বে এবং বরিশালের ২৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল সিত্রাং। সময়ের সঙ্গে তা আরও এগিয়ে আসছে৷ আবহাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার ভোররাতে বাংলাদেশের বরিশালের কাছে তিনকোণা ও সন্দ্বীপের মধ্যে দিয়ে উপকূলে আঘাত হানবে ঘূর্নিঝড়।

গত ২০ অক্টোবর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়। পরে তা গভীর নিম্নচাপে পরিণত হয়৷ রবিবার সন্ধ্যাবেলা গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়৷ ইতিমধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷ সিত্রাং এর প্রভাবে সন্ধ্যার পর জলোচ্ছ্বাস শুরু হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালি, ভোলা, ঝালকাঠি, নোয়াখালি প্রভৃতি এলাকায়৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ