‘অশনি’ ভ্রুকুটি! পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর সফর

'অশনি' ভ্রুকুটি! পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর সফর

বঙ্গোপসাগরে দানা বাঁধছে অতি গভীর নিম্নচাপ। যা আগামী সপ্তাহে ঘূর্ণিঝড় ‘অশনি’ রূপে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলোতে। সেই পরিস্থিতিতে নবান্নের তরফে মুখ্যমন্ত্রীর জেলা সফর পরিবর্তিত হল।

এর আগে ১০, ১১, ১২ ই মে জেলা সফর ছিল মুখ্যমন্ত্রীর। যথাক্রমে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক সভা করার কথা ছিল তাঁর। ‘অশনি’ সতর্কতায় সফরসূচি পিছিয়ে গিয়ে আগামী ১৭, ১৮, ১৯ মে নির্ধারিত হয়েছে। দুই জেলায় প্রশাসনিক ও দলীয় একাধিক কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:  Medinipur: নেপুরায় নিখোঁজ শিশুর খোঁজে সিআইডি, শুরু জিজ্ঞাসাবাদ ও তদন্ত

মেদিনীপুর দিয়ে শুরু হবে মুখ্যমন্ত্রীর এই বারের জেলা সফর। ১৭ মে মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐ দিনই পশ্চিম মেদিনীপুর প্রেসক্লাবের নয়া ভবনের উদ্বোধন করবেন তিনি। এরপর ১৮ মে মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট মাঠে দলীয় বৈঠক করবেন তৃণমূল নেত্রী। ঝাড়গ্রাম পৌঁছে ১৮ মে বিকালে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পরের দিন ১৯ মে ঝাড়গ্রাম স্টেডিয়ামে দলীয় কর্মসূচিতে যোগদানের কথা রয়েছে তাঁর। মনে করা হচ্ছে, দুই জেলায় ব্লক ও জেলা স্তরের দলীয় সংগঠনের রদবদল সংক্রান্ত বার্তাও দিতে পারেন তৃণমূল নেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ