Cruise : ডায়মন্ড হারবার থেকে দিঘা ও পুরী চলবে ক্রুজ, উদ্যোগ পুরসভার

Cruise : ডায়মন্ড হারবার থেকে দিঘা ও পুরী চলবে ক্রুজ, উদ্যোগ পুরসভার

যেকোনও ছুটিতে বাঙালির পছন্দের বেড়াতে যাওয়ার জায়গা দিঘা ও পুরী। সাধারণত বাস বা ট্রেনেই যান সকলে। কখনও অনেকে মিলে গাড়ি ভাড়া করে। কিন্তু এবার দিঘা ও পুরী যাত্রা হতে চলেছে রোমাঞ্চকর। হুগলি নদী ও বঙ্গোপসাগরের উপকূল হয়ে ক্রুজে যাওয়া যাবে। ডায়মন্ড হারবার পৌরসভার উদ্যোগে ডায়মন্ড হারবার থেকে দিঘা ও পুরী ক্রুজ পরিষেবা শুরু হতে চলেছে। সেই মর্মে হবে ট্রায়াল রানও।

আরও পড়ুন:  নতুন রাজনীতি, গনতন্ত্র রক্ষার দায়িত্ব দেওয়া হোক এদের হাতেই

ডায়মন্ড হারবার পুরসভা সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার থেকে দিঘা ও পুরী – দুটি রুটে ক্রুজ চালানোর জন্য শীঘ্রই ট্রায়াল রান হবে। আগ্রহী সংস্থার সঙ্গে ইতিমধ্যে কথাবার্তাও হয়েছে। ডায়মন্ডহারবার থেকে পুরী যেতে সময় লাগবে প্রায় ছয় ঘন্টা এবং দিঘা যেতে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট। ক্রুজ চলবে পিপিই মডেলে। যদিও যাত্রী ভাড়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 26/3/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ