Train Ticket: আরও কম টাকা ফেরত, টিকিট বাতিলে যুক্ত হচ্ছে জিএসটি

Train Ticket: আরও কম টাকা ফেরত, টিকিট বাতিলে যুক্ত হচ্ছে জিএসটি

ট্রেনের টিকিট বাতিল করলে কেটে নেওয়া হয় টাকা। এবার বাতিল টিকিটের জন্য কেটে নেওয়া টাকার পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে। কারন কেটে নেওয়া টাকার অংকের সঙ্গে এবার যুক্ত হতে চলেছে জিএসটি।

অর্থ মন্ত্রালয়ের ট্যাক্স রিসার্চ ইউনিট একটি সার্কুলার সহ চলতি মাসের প্রথমের দিকে জানিয়েছে, ট্রেনের টিকিট বাতিল করলে কেটে নেওয়া টাকার সঙ্গে এবার জিএসটি যোগ হবে। অর্থ মন্ত্রকের বক্তব্য, ট্রেনের টিকিট বাতিল করলে রেল পরিষেবা বাবদ টাকা কেটে নেয়। কিন্তু টিকিট কাটলে ভারতীয় রেল এবং তার গ্রাহকের মধ্যে চুক্তি সম্পন্ন হয় এবং টিকিট বাতিল করলে তা চুক্তি ভঙ্গ। তাই রেলের কেটে নেওয়া টাকার উপরে এবার থেকে ৫% জিএসটি দিতে হবে গ্রাহককে।

এখন ট্রেনের টিকিট কাটলে তার সঙ্গে ৫% জিএসটি নেয় কেন্দ্র। ট্রেনের সময়ের ১২ থেকে ৪৮ ঘণ্টা টিকিট বাতিল করলে টিকিট মূল্যের ২৫% কেটে নেয় রেল। এবার সেই কেটে নেওয়া অর্থের উপর ৫% জিএসটি নেবে কেন্দ্র। এসি ফার্স্ট ক্লাস, এসি টু-টায়ার, এসি থ্রি টায়ার, সাধারণ স্লিপার শ্রেণির টিকিটের ক্ষেত্রে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ