GST : দাম বাড়ছে আরও, একাধিক জিনিসে জিএসটি বৃদ্ধি সোমবার থেকে

GST : দাম বাড়ছে আরও, একাধিক জিনিসে জিএসটি বৃদ্ধি সোমবার থেকে

জিএসটি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে একাধিক জিনিসে বৃদ্ধি হতে চলেছে জিএসটি-র পরিমাণ। প্যাকেটজাত খাবারে জিএসটি, সঙ্গে হাসপাতালের শয্যার ভাড়ার উপরেও বৃদ্ধি হচ্ছে জিএসটি। ফকে সেগুলির দাম বাড়তে চলেছে।

প্যাকেটজাত খাবারের উপর পাঁচ শতাংশ করে জিএসটি-র ফলে আটা, পনির, দই প্রভৃতির দাম বৃদ্ধি হবে। হাসপাতালে শয্যার ভাড়া ৫০০০ টাকা বা তার বেশি হলে ৫% জিএসটি, হোটেল ঘরের ভাড়া ১০০০ টাকা বা বেশি হলে ১২% জিএসটি।ছাপার কালি, লেখার কালি, কাগজ কাটার ছুরি, পেনসিল কাটার শার্পনার, এলইডি ল্যাম্প, আঁকার জিনিসপত্রে ১৮% জিএসটি। রাস্তা, সেতু, রেল, মেট্রো, শ্মশান প্রভৃতির কাজকর্মের চুক্তিতে জিএসটি বৃদ্ধি হয়ে ১৮%।

এছাড়া ইকনমি ক্লাসের টিকিটের জন্য বাগডোগরা বিমানবন্দর এবং উত্তর-পূর্ব ভারতে ক্ষেত্রে বিমান ভাড়ায় কোনো জিএসটি থাকছে না। ট্রাক, মালবাহী গাড়ির ভাড়ায় জিএসটি কমে ১২% হচ্ছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ