Haldia : হলদিয়ায় শিলান্যাস নয়া কারখানার! লগ্নি ৩ হাজার কোটি টাকা

Haldia : হলদিয়ায় শিলান্যাস নয়া কারখানার! লগ্নি ৩ হাজার কোটি টাকা

হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড ব্যবসা সম্প্রসারণের জন্য লগ্নি করছে ৩ হাজার কোটি টাকা। হলদিয়ায় শিলান্যাস হল সংস্থার নতুন রাসায়নিক কারখানার। শিল্পমহলের আশা আগামী কয়েক বছরে এর ফলে হলদিয়ার পেট্রোকেমিক্যাল শিল্পে আসতে চলেছে বিপুল পরিবর্তন। হতে চলেছে বিপুল প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

প্রোপিলিন এবং ফেনলের মতো রাসায়নিকের চাহিদা এখন বৃদ্ধি পেয়েছে দেশে। সেই উৎপাদনকে পাখির চোখ করে ২০২৬ সালের মধ্যে দেশের সেরা উৎপাদক হয়ে ওঠার লক্ষ্যে বিনিয়োগ প্রকল্প গ্রহণ করেছে হলদিয়া পেট্রোকেমিক্যাল। উন্নতর প্রযুক্তি ব্যবহার করে হলদিয়ায় তাদের সর্ববৃহৎ রাসায়নিক উৎপাদন কারখানা তৈরির পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। সেই কারখানারই শিলান্যাস সম্পন্ন হল। ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই এই কারখানার কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কারখানা থেকে বছরে ৩০০ কিলোটন ফেনল এবং ১৮৫ কিলোটন অ্যাসিটোন উৎপাদন হবে।

আরও পড়ুন:  Weather Update: কেমন থাকতে পারে আজ জঙ্গলমহলের চার জেলার আবহাওয়া? এখানে দেখে নিন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ