Friday, September 22, 2023

Medinipur Sourav : স্বপ্ন বুনছে শালবনী! সৌরভকে স্বাগত জানিয়ে আশার আলো

প্রকাশিত:

- Advertisement -

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

দীর্ঘ এক দশকেরও বেশি সময় অপেক্ষায় কাটিয়েছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) শালবনী (Shalboni)। হয়নি প্রতিশ্রুতি পূরণ। প্রায় সাড়ে ৪ হাজার একরের মধ্যে সিমেন্ট কারখানা হয়েছে মাত্র কয়েকশো একরে। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মেদিনীপুরে (Medinipur) ইস্পাত কারখানা (Steel Plant) গড়ে তোলার ঘোষণাকে কেন্দ্র করে ফের আশায় বুক বাঁধছেন শালবনীবাসী। দেখছেন কর্মসংস্থান ও এলাকার সার্বিক উন্নয়নের স্বপ্ন। সৌরভকে স্বাগত জানিয়ে স্বপ্ন বুনছে শালবনী (Shalboni)।

শালবনীর জমি

সেটা ২০০৮ সাল। রাজ্যের তৎকালীন বাম সরকার পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ইস্পাত কারখানা এবং বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার জন্য ৪,৩৩৪ একর জমি জিন্দলদের দিয়েছিল। সরকারি খাসজমি বাদে ৮৯৪টি পরিবারের মালিকানাধীন প্রায় সাড়ে চারশো একর জমিও ছিল তাতে। জমিদাতাদের ক্ষতিপূরণের অর্থবাবদ চেক, পরিবারের একজনের চাকরির ও সমমূল‌্যের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল জিন্দাল কর্তৃপক্ষ। বিপুল আশা নিয়ে জমি দিয়েছিলেন শালবনীবাসী। ঐ বছর নভেম্বর মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেখানে কারখানার শিলান্যাস করেন। তারপর জঙ্গলমহল তথা বাংলা দেখেছে বিভিন্ন রাজনৈতিক চাপানুতোর। বিভিন্ন কারণ দেখিয়ে প্রস্তাবিত প্রকল্প থেকে হাত গুটিয়ে নিয়েছে জিন্দলরাও। মাত্র ১২৫ একর জমিতে গড়ে উঠেছে সিমেন্ট কারখানা। এখন রং কারখানার কাজ চলছে। জানা গিয়েছে, সৌরবিদ্যুৎ প্রকল্প ও কর্মীদের আবাসন প্রকল্পের জন্য সবমিলিয়ে মোট ১৫০০ একর জমি নিজেদের হাতে রেখে বাকিটা ফিরিয়ে দিচ্ছে জিন্দলরা৷ যা অনেক সম্ভাবনার স্বপ্নের অপমৃত্যু নিশ্চিত করেছে শালবনীতে। ইতিমধ্যে স্পেনের মাদ্রিদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাণিজ্য সম্মেলনে সৌরভ গঙ্গোপাধ্যায় মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ে তোলার ঘোষণা করেন। সম্ভাবনা, শালবনীর জমিতেই তা গড়ে উঠবে৷ সৌরভের ঘোষণা ও নতুন সম্ভাবনা সামনে আসার পরেই দেশের প্রাক্তন অধিনায়ককে স্বাগত জানাচ্ছেন শালবনীর জমিদাতারা৷ নতুন সম্ভাবনায় আশার আলো দেখছেন তাঁরা।

আরও পড়ুন:  Kharagpur Puja: উত্তর তালবাগিচা সবুজ সংঘ ৫৩ তম বর্ষে, হলিউডের 'নার্নিয়া'র কল্পজগৎ ফুটে উঠবে প্যান্ডেলে
সৌরভের কারখানা কি এখানেই হবে?

জিন্দলদের ফেলে রাখা জমিতে শিল্পের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন জমিদাতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। অভিষেকের তরফে চিঠি দিয়ে পদক্ষেপ ও প্রচেষ্টার বিষয়ে জানানো হয়েছিল। মে মাসে শালবনীতে জনসভায় স্বয়ং মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন শিল্প হবে। এখন শালবনীর জেএসডবলু বেঙ্গল স্টিল লিমিটেড ল্যান্ড লুজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক পরিষ্কার মাহাতো সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ ও স্বাগত জানিয়ে বলেছেন, “আগে যিনি প্রতিশ্রুতি দিয়ে জমি নিয়েছিলেন তিনি প্রতিশ্রুতি পূরণ করেননি। আমরা চাইবো, কারখানা হলে প্রতিটি জমিদাতা যেন স্থায়ী চাকরি পায়। এলাকার উন্নয়ন যেন হয়।” জেএসডবলু সিমেন্ট কারখানায় কাজ পাওয়া স্থায়ী চাকরি না দিয়ে দৈনিক শ্রমিকের কাজ করানো হচ্ছে এবং ছাঁটাই করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আশা প্রকাশ করেছেন, নতুন ঘোষিত ইস্পাত এলাকার অনেকে ও জমিদাতারা চাকরি পাবেন এবং সঠিক নিয়মে স্থায়ী বেতন কাঠামোর মাধ্যমে তাঁরা বেতন পাবেন ও এলাকার উন্নয়ন হবে।

আরও পড়ুন:  Medinipur : চাকরির প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকার জালিয়াতি, প্রায় ১৫০ জনকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার যুবক
জিন্দলদের সিমেন্ট কারখানা, নাকের বদলে নরুণ

নতুন সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষও। তিনি বলেন, “সৌরভের হাত ধরে ও পরিচয়কে কাজে লাগিয়ে বাংলার যদি লাভ হয় ও বিদেশ থেকে বিনিয়োগ আসে তাহলে খুবই ভালো।” অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কারও বিশ্বাস নেই। এখানে সুরক্ষা বা আইনকানুনের শাসন নেই। সেই জন্যই কেউ ব্যবসা করতে আসেন না। এখন সৌরভের কারণে যদি কাজ হয় তাহলে রাজ্যের জন্য খুবই ভালো হবে।”

 

x

Latest articles

ISL 2023: আইএসএলে জয় দিয়েই অভিযান শুরু কেরালা ব্লাস্টার্সের

কেরালা ব্লাস্টার্সের-২, বেঙ্গালুরু -১ আইএসএলের(ISL )উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরু-কে(Bengaluru )২-১ গোলে হারিয়ে, জয়ী হলো কেরালা ব্লাস্টার্স(Kerala...

Paschim Medinipur : জেলার ৫ পঞ্চায়েত পুরস্কৃত, জেলা পরিষদের তরফে ভালো কাজের স্বীকৃতি

পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার অন্তর্ভুক্ত ৫টি গ্রাম পঞ্চায়েত সম্বর্ধিত হল স্বচ্ছ ভারত মিশনে...

IIT Kharagpur : আইআইটি খড়গপুরে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) চাকরির (Job) সুযোগ। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তিও। আইআইটি খড়গপুরের...

Medinipur : শহরে রেস্টুরেন্টে হানা আধিকারিকদের, খতিয়ে দেখলেন খাবারের গুণগতমান

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যবৃহস্পতিবার মেদিনীপুর শহরে (Medinipur) রেস্টুরেন্টগুলিতে (Restaurants) হানা দিলেন সরকারি আধিকারিকরা। জেলা...

আরও খবর

Shalboni : শালবনীতে সৌরভ! কি বলছেন দিলীপ ঘোষ?

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্যস্পেনের (Spain) মাদ্রিদে অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

Medinipur Sourav : শালবনীতেই কি সৌরভের কারখানা! কি বলছে জমির হদিস

স্পেনের (Spain) মাদ্রিদে অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সফর সঙ্গী হয়েছেন...

মাত্র ৩০ হাজার টাকা পুঁজি নিয়ে এই ব্যবসায় নামলে হতে পারেন কোটিপতি

একজন ব্যবসায়ী হিসাবে ব্যবসা করার জন্য টাকার থেকে আপনার কর্মকান্ড আপনার ইফোর্ড বেশি প্রয়োজন।আপনি...