Haldia Bank Robbery : সমবায় ব্যাঙ্কে ডাকাতি হলদিয়ার সুতাহাটায়, বন্দুক উঁচিয়ে লুট লক্ষ লক্ষ টাকা

Haldia Bank Robbery : সমবায় ব্যাঙ্কে ডাকাতি হলদিয়ার সুতাহাটায়, বন্দুক উঁচিয়ে লুট লক্ষ লক্ষ টাকা

ফের ডাকাতি রাজ্যে! এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটা থানার অন্তর্গত জাতীয় সড়ক সংলগ্ন চকলালপুর দেউলপোতা সমবায় ব্যাঙ্কে৷ বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে। ব্যাঙ্কের ভল্টে থাকা প্রায় ১২ লক্ষ টাকা ও সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে চম্পট দিয়েছে ডাকাত দল।

জানা গিয়েছে, বুধবার দুপুরে ৬ জনের এক ডাকাত দল ব্যাঙ্কে ঢুকে আসে৷ নিরাপত্তা রক্ষীদের মাথায় বন্দুক ঠেকিয়ে কেড়ে নেওয়া হয় অস্ত্র। এরপর ম্যানেজার ও ব্যাঙ্কের অন্যান্য কর্মীদের বন্দুক উচিয়ে বাথরুমে আটকে রাখা হয়। কেড়ে নেওয়া হয় ভল্টের চাবি। তারপর ব্যাঙ্কের ভল্ট খুলে লুট করে প্রায় ১২-১৩ লক্ষ টাকা। যাওয়ার সময় প্রমাণ লোপাট করতে ব্যাঙ্কের সিসি ক্যামেরার হার্ডডিস্কগুলিও খুলে নিয়ে যায় ডাকাতেরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সুতাহাটা থানা ও হলদিয়া থানার পুলিশ। ব্যাঙ্কের আশেপাশের দোকান এবং বাড়িতে থাকা সিসি ক্যামেরাগুলি থেকে ফুটেজ সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যে ডাকাত দলের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে৷ জেলা থেকে বের হওয়ার সমস্ত রাস্তা সিল করে দেওয়া হয়েছে।

রাজ্যে পরের পর ডাকাতির ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে। কিছুদিন আগেই রাজ্যের এক অভিজাত গহনা বিপনন সংস্থার পুরুলিয়া ও রানাঘাটের শোরুমে একই দিনে একই সময়ে ডাকাতির ঘটনা ঘটে৷ রানাঘাটে পুলিশের তৎপরতা ও গুলির লড়াইয়ের পর বেশ কয়েকজন ডাকাত পাকড়াও হলেও, পুরুলিয়ার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি৷ তারই মধ্যে এবার দিনে দুপুরে ব্যাঙ্ক ডাকাতি হলদিয়ার সুতাহাটায় সমবায় ব্যাঙ্কে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ