IIT Kharagpur : এবার আইআইটি খড়গপুরেই বিএড, ইন্টিগ্রেডেট পাঠক্রমে কাউন্সিলিং শুরু

IIT Kharagpur : এবার আইআইটি খড়গপুরেই বিএড, ইন্টিগ্রেডেট পাঠক্রমে কাউন্সিলিং শুরু

ঘোষণা আগেই হয়েছিল। এবার শুরু হল ভর্তির কাউন্সিলিং। এবার আইআইটি খড়গপুরেই (IIT Kharagpur) পড়ানো হবে ইন্টিগ্রেটেড বিএড (Integrated BEd) পাঠক্রম। চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামের (Integrated Teacher Education Programme) মাধ্যমে এই পাঠক্রম শুরু হচ্ছে। ৪ বছরের এই পাঠক্রমে একই সঙ্গে নির্দিষ্ট বিষয়ে স্নাতক ও বিএড ডিগ্রি লাভ করবেন পড়ুয়ারা।

আরও পড়ুন:  Kharagpur Puja: উত্তর তালবাগিচা সবুজ সংঘ ৫৩ তম বর্ষে, হলিউডের ‘নার্নিয়া’র কল্পজগৎ ফুটে উঠবে প্যান্ডেলে

জানা গিয়েছে, এই ইন্টিগ্রেটেড কোর্সে এডুকেশন প্রোগ্রামে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং অর্থনীতি এই চারটি বিষয়ে স্নাতক পাঠক্রমে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। ন্যাশনাল কমন এন্ট্রান্স টেস্টে (NCET) প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে কাউন্সিলিং এ অংশ নেবেন তাঁরা। ১৪ সেপ্টেম্বর থেকে কাউন্সিলিং শুরু হয়েছে। একই সঙ্গে স্নাতক ও বিএড ডিগ্রি লাভ করায় দেশের মাধ্যমিক বা সমগোত্রীয় স্তরের স্কুলগুলিতে শিক্ষকতার জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ