খড়গপুরে হিরণ পেতে পারেন পুরপ্রধান পদ, তৃণমূলের সমর্থনের জল্পনা

খড়গপুরে হিরণ পেতে পারেন পুরপ্রধান পদ, তৃণমূলের সমর্থনের জল্পনা

সারা রাজ্যে পুরভোটে তৃণমূল ঝড় ছিল অব্যাহত। ব্যতিক্রম নয় খড়গপুর পুরসভাও। তারই মধ্যে নিজের জয় বজায় রেখেছেন বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। ৩৩ নং ওয়ার্ড থেকে জিতেছেন তিনি। এরই মধ্যে জেলা রাজনীতিতে জল্পনা পুরপ্রধান পদে তৃণমূলের সমর্থন পেতে পারেন তিনি।

খড়গপুর পুরসভার ৩৫ আসনের ২০টিতে জিতেছে তৃণমূল। বিজেপি জয় পেয়েছে ৬-টি আসনে। তার মধ্যে অন্যতম হিরনের জয়। প্রার্থী হওয়ার পরই বিধায়ক নিজের দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ এনে ছিলেন তাঁর জেতায় সমস্যা তৈরি করা হচ্ছে। এমনকি এলাকার সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর ‘সুমধুর’ সম্পর্কের বিষয়টিও রাজ্য রাজনীতিতে অজানা নয়। এরই মাঝে পুরবোর্ড গঠনের ক্ষেত্রে উঠে এসেছে অন্য সমীকরণ।

আরও পড়ুন:  Dilip Ghosh: “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দেখাই করেন না”, গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের

পূর্বতন পুরবোর্ডের চেয়ারম্যান ছিলেন প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার। বিগত বিধানসভা নির্বাচনে হিরণের কাছেই পরাজিত হয়েছেন তিনি। এমনকি জেলা রাজনীতিতে গুঞ্জন তাঁর বিরুদ্ধে কালীঘাটে একাধিক অভিযোগ জমা পড়েছে। ফলে তাঁর চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। ফলে তৃণমূল কাউন্সিলররা হিরনকে সমর্থন জানালে তা রাজ্যের বর্তমান রাজনৈতিক সমীকরণের সাপেক্ষে তাৎপর্যপূর্ণ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ