Kharagpur Puja: উত্তর তালবাগিচা সবুজ সংঘ ৫৩ তম বর্ষে, হলিউডের ‘নার্নিয়া’র কল্পজগৎ ফুটে উঠবে প্যান্ডেলে

Kharagpur Puja: উত্তর তালবাগিচা সবুজ সংঘ ৫৩ তম বর্ষে, হলিউডের 'নার্নিয়া'র কল্পজগৎ ফুটে উঠবে প্যান্ডেলে

খড়গপুরের দুর্গাপুজোর (Kharagpur Puja) প্রতি বছরের অন্যতম আকর্ষণ উত্তর তালবাগিচা সবুজ সংঘ। ১৯৬৯ সালে শুরু হওয়া এই পুজো এই বছরে ৫৩ তম বর্ষ। প্রতি বছরের মতই এই বছরেও থাকছে পুজোর থিমের আকর্ষণ। এই বছর হলিউডের বিখ্যাত সিনেমা সিরিজ ‘দ্য ক্রনিকেলস অফ নার্নিয়া’র কল্পজগৎ ফুটে উঠবে প্যান্ডেলে

বহু বছর আগের কথা, এক সময় উত্তর তালবাগিচায় কোনো দূর্গা পুজো হত না। এমনকি কাছাকাছি অঞ্জলিও দিতে পারতেন না স্থানীয় বাসিন্দারা। সেই ভাবনা থেকেই এলাকাবাসী সার্বজনীন ভাবে এই পুজোর সূচনা করেন। তারপর অর্ধ শতাব্দী অতিক্রান্ত। এই বছরে উত্তর তালবাগিচা সবুজ সংঘের দূর্গাপুজোর ৫৩ তম বর্ষ।

আরও পড়ুন:  Medinipur : জেলার সেরা স্কুল মেদিনীপুর রামকৃষ্ণ মিশন, পুরস্কৃত স্কুল ও জেলার ২ শিক্ষারত্ন

পুজোর সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন

২০০৭ সালে পুজোর জন্য স্থায়ী মন্ডপ গড়ে ওঠে আর ২০১১ তে বিশেষত শিশুদের আকর্ষণের কথা মাথায় রেখেই শুরু হয় থিমের পুজো। এই বছরেও তাই শিশুদের কল্পনার জগতকেই প্রাধান্য দেওয়া হতে চলেছে। হলিউডের বিখ্যাত ফ্যান্টাসি সিনেমা সিরিজ ‘দ্য ক্রনিকেলস অফ নার্নিয়া’র কল্পজগৎকে তুলে ধরা হবে থিমের মাধ্যমে। বাজেট প্রায় ২৪ লক্ষ টাকা।

আরও পড়ুন:  Pranati Nayek : ফের উজ্জ্বল মেদিনীপুর, ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে ব্রোঞ্চ প্রণতির

পুজো কমিটির সম্পাদক GNE Bangla কে জানান, “এবারের থিম তৈরি হচ্ছে সিমেন্ট, হোয়াইট সিমেন্ট, প্লাস্টিকের মূর্তি ব্যবহার করে। থিমে বাচ্চাদের ভাবনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।” তিনি আরও জানিয়েছেন, গত বছর তাঁদের পুজো জেলায় ‘বিশ্ব বাংলা সেরার সেরা’ পুজো হিসেবে বিবেচিত হয়েছিল। আগামী রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর ভার্চুয়াল উদ্বোধন করতে চলেছেন। তৃতীয়া-চতুর্থী থেকেই পুজো মন্ডপে দর্শনার্থীদের ঢল নামবে বলে প্রত্যয়ী তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ