Kharagpur: সাফল্য পেয়েও অনিশ্চিত মজিদার বিদেশ যাত্রা, অর্থকষ্টই অন্তরায় ছাত্রীর স্বপ্নপূরণে

Kharagpur: সাফল্য পেয়েও অনিশ্চিত মজিদার বিদেশ যাত্রা, অর্থকষ্টই অন্তরায় ছাত্রীর স্বপ্নপূরণে

সাউথ সাইড গার্লস হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী, খড়গপুরের বাসিন্দা মজিদা খাতুন। গত জুলাই মাসে চন্ডীগড়ে আয়োজিত ইন্ডিয়ান অ্যারোবিকস জিমন্যাস্টিকস-এর বাছাই পর্বে মেয়েদের জুনিয়র বিভাগে প্রথম হয়। যোগ্যতা অর্জন করে আগামী সেপ্টেম্বর মাসে তাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান অ্যারোবিকস জিমন্যাস্টিকস-এ প্রতিযোগিতা করার। কিন্তু আর্থিক অনটন অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই সম্ভাবনার স্বপ্নপূরণের।

মজিদা খড়গপুরের পুরাতন বাজার এলাকার বাসিন্দা। তার বাবা শেখ মজিদ কিডনি, যকৃৎ ও হৃদ সংক্রান্ত রোগে আক্রান্ত। তবুও অনিয়মিত ভাবে স্টেশন ও হাসপাতাল চত্ত্বরে সাইকেলে চা ফেরি করে উপার্জন করেন। মজিদা নিজে জিমন্যাস্টিকস ও নাচ শিখিয়ে অর্থোপার্জনের চেষ্টা করে। কিন্তু তাইল্যান্ডে যাওয়ার জন্য প্রয়োজনীয় ১ লক্ষ টাকা জোগাড় অসম্ভব। এর আগে আজারবাইজানে ওয়ার্ল্ড জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপেও সুযোগ পেয়েছিল মজিদা। তার বাবা ধার করে যাওয়ার ব্যবস্থা করলেও করোনার কারনে প্রতিযোগিতা বাতিল হয়। প্লেনের টিকিট বাতিল করতে হয়। তা থেকে খুব অল্প অর্থ ফেরত মেলায় ধার শোধ পুরোপুরি সম্ভব হয়নি। ফলে ধারের জন্য এখনও সুদ পরিশোধ করতে হচ্ছে। এমতবস্থায় তাইল্যান্ডে যাওয়া অনিশ্চিত মজিদার। এখন অপেক্ষা কোনো সরকারি সাহায্য অথবা সহৃদয় ক্রীড়ানুরাগীদের সাহায্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ