Pranati Nayek : ফের উজ্জ্বল মেদিনীপুর, ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে ব্রোঞ্চ প্রণতির

Pranati Nayek : ফের উজ্জ্বল মেদিনীপুর, ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপে ব্রোঞ্চ প্রণতির

বিশ্ব দরবারে ফের উজ্জ্বল মেদিনীপুর। হাঙ্গেরিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ জিমন্যাস্টিকস মিটে ব্রোঞ্চ জিতলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রণতি নায়েক। শনিবার দেশের একমাত্র মহিলা জিমন্যাস্ট হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

এশিয়ান চ্যাম্পিয়নশিপে দু’বার ব্রোঞ্জ পদকজয়ী জিমন্যাস্ট প্রণতি নায়েক হাঙ্গেরির জোম্বাথেলিতে অনুষ্ঠিত বিশ্ব চ্যালেঞ্জ কাপ জিমন্যাস্টিক্সে অংশ নেন। শনিবার ভল্ট ফাইনালে ১২.৯৬৬ স্কোর করে গ্রিসের অ্যাথানেশিয়া মেশিরির সঙ্গে যুগ্ম ভাবে তৃতীয় স্থানে শেষ করেন প্রণতি। তারপর ভল্ট টাইব্রেকারে প্রণতি স্কোর ১৩. ০৬৬ করে তৃতীয় স্থান ছিনিয়ে নেন।

আরও পড়ুন:  Keshiyari : অবশেষে কেশিয়াড়িতে পঞ্চায়েত বোর্ড গঠন, ৫ বছরের অচলাবস্থার অবসান

প্রতিযোগিতায় হাঙ্গেরির গ্রেটা মায়ার ১৩.১৪৯ স্কোর করে প্রথম ও চেক প্রজাতন্ত্রের অ্যালিস ভিকোভা ১২.৯৯৯ পয়েন্ট স্কোর করে দ্বিতীয় হয়েছেন। অপর এক ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার ফাইনালের আগেই ছিটকে যাওয়ার শনিবার একমাত্র ভারতীয় প্রতিযোগী হিসাবে ফাইনালে ছিলেন প্রণতি। তিনি পোডিয়ামে জায়গা করে নেওয়ায় খুশির হাওয়া পশ্চিম মেদিনীপুরের ক্রীড়া মহলে।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ