Medinipur : ফুলপাহাড়ির ড্যামে ডুবে মৃত্যু হবু চিকিৎসকের, মৃত্যু ঘিরে রহস্য

Medinipur : ফুলপাহাড়ির ড্যামে ডুবে মৃত্যু হবু চিকিৎসকের, মৃত্যু ঘিরে রহস্য

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মেদিনীপুর শহরের নিকটস্থ ফুলপাহাড়ি ড্যামে ডুবে মৃত্যু হল মেদিনীপুর মেডিক্যাল কলেজের এক পড়ুয়ার। বৃহস্পতিবার ডুবে যাওয়া ঐ হবু চিকিৎসক সৌরভ কুমারকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কয়েকমাস আগেই ফুলপাহাড়ি ড্যামে বেড়াতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের এক পড়ুয়া ও তাঁর বান্ধবী। সেই ঘটনার পর থেকে এখানে পুলিশের তরফে পাহারার ব্যবস্থা থাকে। জানা গিয়েছে, এইদিন দুপুর ২ টো নাগাদ ঐ হবু চিকিৎসক সৌরভ কুমার বন্ধু বান্ধবদের সঙ্গে ফুলপাহাড়ি ড্যামে বেড়াতে গিয়েছিলেন। স্থানীয়দের বক্তব্য, হঠাৎই উঁচু পাড় থেকে সরাসরি বর্ষার জলে টইটম্বুর ড্যামের জলে ঝাঁপ দেন তিনি। ঘটনার পরেই পুলিশি তৎপরতায় ডুবুরি নামিয়ে সৌরভকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই বিকাল সাড়ে তিনটে নাগাদ তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন:  Medinipur Robotics Hackathon : মেদিনীপুরে রোবোটিক্স কর্মশালা, আয়োজনে খড়গপুর ও দিল্লি আইআইটি

সৌরভের ড্যামের জলে ঝাঁপ দেওয়াকে কেন্দ্র করে ঘনীভূত হয়েছে রহস্য। স্থানীয়দের বক্তব্য উঁচু পাড় থেকে ঝাপ দিয়েছিলেন তিনি এবং সেই সময় তাঁর পরনে জিন্স টিশার্ট ছিল। অন্যদিকে উপস্থিত সৌরভের বন্ধু বান্ধবদের বক্তব্য, ড্যামে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন তিনি। ঘটনার তদন্ত করছে গুড়গুড়িপাল থানার পুলিশ।

আরও পড়ুন:  Medinipur : পরিত্যক্ত শিশুদের অন্নপ্রাশন সরকারি হোমে

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ