Medinipur: নাসায় গবেষণার সুযোগ মুড়ি বিক্রেতার ছেলের, মেধায় উজ্জ্বল বিশ্বজিৎ

মেধায় উজ্জ্বল মেদিনীপুরের বিশ্বজিৎ ওঝা৷ নাসা থেকে গবেষণার আমন্ত্রণ পেলেন মেদিনীপুরের মুড়ি বিক্রেতার ছেলে। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত মেদিনীপুরবাসী।

মেদিনীপুর শহরের পালবাড়ির বাসিন্দা পেশায় মুড়ি বিক্রেতা বিষ্ণুপদ ওঝার ছেলে বিশ্বজিৎ ওঝা, খড়গপুর কলেজ থেকে পদার্থবিদ্যায় স্নাতক। এরপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেজে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর। মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিসম (IIG) তে তরঙ্গ নিয়ে গবেষনা করেন তিনি৷

আরও পড়ুন:  Medinipur: নিখোঁজ শিশুর সন্ধানে প্রশিক্ষিত কুকুর ও ড্রোন নামালো পুলিশ

ম্যাগনেটোস্ফিয়ারে ওয়েভ অ্যাকটিটি ও সোলার উইন্ড কন্ট্রোল নিয়ে তাঁর গবেষণা নাসাতে পাঠিয়ে তিনি আবেদন করেছিলেন সেখানে বিস্তারিত গবেষণার জন্য। যা গৃহীত হয়েছে। তাঁর গবেষণা সফল হলে বিভিন্ন মহাজাগতিক রশ্মি ও উচ্চ ক্ষমতা সম্পন্ন বিকীরন থেকে কৃত্রিম উপগ্রহগুলিকে রক্ষার উপায় চিহ্নিত হতে পারে৷

আরও পড়ুন:  Medinipur: নেপুরায় নিখোঁজ শিশুর খোঁজে সিআইডি, শুরু জিজ্ঞাসাবাদ ও তদন্ত

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ