Medinipur: নেপুরায় নিখোঁজ শিশুর খোঁজে সিআইডি, শুরু জিজ্ঞাসাবাদ ও তদন্ত

 

বিগত বুধবার থেকে নিখোঁজ মেদিনীপুর সদর ব্লকের নেপুরা গ্রামের শিশু অরণ্য মাঝির সন্ধানে এবার তদন্ত ভার নিল তদন্তকারী সংস্থা সিআইডি। মঙ্গলবার দুপুরে নেপুরা গ্রামে তদন্তে হাজির হলেন সিআইডি-র তদন্তকারী দল।

গত বুধবার থেকে অরণ্য নিখোঁজ। গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের হয়। কিন্তু শনিবার গ্রামবাসী ও শিশুটির পরিজনেরা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে সকাল থেকে নেপুরায় মেদিনীপুর-ঝাড়গ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ অবস্থানে বসেন। জেলা পুলিশের কর্তারা এলাকায় উপস্থিত হয়ে পুলিশ কুকুর ও ড্রোন নিয়ে তল্লাশিতে নামেন। কিন্তু ছোট্ট অরণ্যের কোনোও হদিশ মেলেনি৷ রাজ্য পুলিশের উপর আস্থা হারিয়ে সিআইডি তদন্তের দাবি তোলেন নিখোঁজ অরণ্যের পরিজন ও প্রতিবেশীরা।

আরও পড়ুন:  মেদিনীপুরে নৃত্য কর্মশালা, উদ্যোগে মল্লার মিউজিক কলেজ

অবশেষে মঙ্গলবার সিআইডি-র তদন্তকারীরা গ্রামে আসেন। গ্রামের বিভিন্ন এলাকা, নদীর চর ঘুরে দেখেন। জিজ্ঞাসাবাদ করেন অরণ্যের মা ও অন্যান্যদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ