Bratya Basu : “রাজ্যপাল শিক্ষাব্যবস্থাকে দেউলিয়া করে দিচ্ছেন”, বেনজির আক্রমণ শিক্ষামন্ত্রীর

Bratya Basu : "রাজ্যপাল শিক্ষাব্যবস্থাকে দেউলিয়া করে দিচ্ছেন", বেনজির আক্রমণ শিক্ষামন্ত্রীর

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বেনজির ভাষায় আক্রমণ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপাল রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দেউলিয়া করে দিচ্ছেন বলে অভিযোগ এনেছেন ব্রাত্য। সেই সঙ্গে জানিয়েছেন আদালতে যাওয়ার সিদ্ধান্তও।

বিগত কয়েকদিনে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি নিয়ে একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন আচার্য তথা রাজ্যপাল। দীর্ঘদিন ধরে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি উপাচার্যহীন থাকায় সমস্যায় পড়ছিলেন ছাত্রছাত্রীরা। রবিবার রাতে ১৬টি উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। তার আগে শনিবার রাজভবনের তরফে একটি সার্কুলার জারি করে বলা হয়েছিল, আচার্যের পর উপাচার্য যে কোনও বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সর্বোচ্চ পদাধিকারী।

এই বিষয়ে রাজ্যের শিক্ষা দফতরের তরফে কোন প্রতিক্রিয়া মেলেনি। এরপর সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যপালকে বেনজির আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপালকে সরাসরি আক্রমণ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘কখনও তিনি উপাচার্য, কখনও উপাচার্য, কখনও উচ্চশিক্ষা দফতর। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশকে তোয়াক্কা না করে, তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে, নির্বাচিত মুখ্যমন্ত্রীকে অপমান করে উচ্চ শিক্ষা দফতরকে বাইপাস করে একতরফা ভাবে উপাচার্য নিয়োগ করে দিচ্ছেন।’’ তাঁর আক্রমণ, “মনে হচ্ছিল রাজ্যের নতুন রাজ্যপাল সুনির্দিষ্ট ভাবে কেন্দ্রের প্রতিনিধি হয়ে এসে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যা গোটা দেশের মধ্যে সব থেকে উঁচুর দিকে রয়েছে ধ্বংস করতে বদ্ধপরিকর। গত কয়েক দিনের রাজ্যপালের কার্যকলাপ আমাদের এই ধারণায় শিলমোহর দিচ্ছে।” এখানেই শেষ নয়! রাজ্যপালকে “কৃষ্ণচন্দ্রের সভার সেরা বিদূষক” বলেও কটাক্ষ করেন ব্রাত্য। এই সংঘাতের সমাধান আদালতে হবে বলেও ঘোষণা করেছেন তিনি।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ