BRAKING NEWS

Paschim Medinipur : স্ত্রী’র মর্যাদার দাবিতে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসলেন গৃহবধূ | Housewife on strike at in law’s house demanding dignity as wife

‘স্ত্রীর যোগ্য মর্যাদা পেতে চাই’, এই দাবি নিয়ে প্ল্যাকার্ড হাতে শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় বসলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার চকবাহাদুর গ্রামে।

ধর্ণায় বসা মহিলার অভিযোগ, দেড় বছর আগে তাঁর বিয়ের পর থেকে পণের দাবিতে ও তিনি রোগা থাকায় তাঁর উপর শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এরপর তাঁকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হলেও আর শ্বশুরবাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। মঙ্গলবার সকালে খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত রগরা বসন্তপুর এলাকা থেকে চকবাহাদুর গ্রামে শ্বশুরবাড়িতে এসে ধর্ণায় বসেন ঐ বধূ ও তাঁর বাপের বাড়ির পরিজনেরা।

Garbeta : বিধায়ক নৌসাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে বামফ্রন্টের মিছিল গড়বেতায়

বধূর পিত্রালয়ের পরিজনেদের তরফে অভিযোগ আনা হয়েছে, মাঝে মধ্যেই টাকার জন্য চাপ দেওয়া হত শ্বশুরবাড়ির তরফে। এরপর ১০ লক্ষ টাকা চাওয়া হলে তাঁরা তা দিতে পারেননি। মেয়ের উপর অত্যাচার চলতো। এখন বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। পঞ্চায়েতে জানিয়েও সুবিচার না মেলায় তাঁরা প্ল্যাকার্ড হাতে ধর্ণায় বসেছেন।

DA Medinipur: ডিএ-র দাবিতে প্রতীকী কর্মবিরতি সাবোর্ডিনেট কোর্ট স্টাফ অ্যাসোসিয়েশনের