Saheli Team : মেদিনীপুর স্টেশনে ‘সহেলী’ সদস্যারাই করালেন প্রসূতির প্রসব, সুস্থ মা ও সন্তান

Saheli Team : মেদিনীপুর স্টেশনে 'সহেলী' সদস্যারাই করালেন প্রসূতির প্রসব, সুস্থ মা ও সন্তান

ট্রেনে প্রসব বেদনা আসায় মেদিনীপুর স্টেশনে সন্তানসম্ভবা প্রসূতির প্রসব করালেন আরপিএফ-এর ‘সহেলী’ (Saheli Team) সদস্যারাই। প্রসবের পরে তাদের মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তি করান সহেলীর (Saheli Team) সদস্যারা। সুস্থ আছেন মা ও সন্তান দুই জনেই।

সন্তানের জন্মের সম্ভাব্য সময় নিকটবর্তী হওয়ায় সন্তানসম্ভবা স্ত্রী অম্বিকা খাতুনকে নিয়ে কবিগুরু এক্সপ্রেসে সাঁতরাগাছি ফিরছিলেন বর্ধমানের বাসিন্দা, গুজরাটে সোনার কারিগর হিসেবে কর্মরত মুজাবুল মণ্ডল। কিন্তু মেদিনীপুর আসার আগেই হঠাৎই অম্বিকার প্রসব বেদনা শুরু হয়৷ স্ত্রীর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে মেদিনীপুরেই ট্রেন নেমে পড়ার সিদ্ধান্ত নেন তিনি৷ তাদের অসহায় পরিস্থিতি নজরে পড়ে মেদিনীপুর স্টেশনে কর্মরত আরপিএফ এর সহেলী দলের। শিফট অফিসার বি.কে.মিশ্র অবস্থার গুরুত্ব বুঝে একটি মারুতি ভ্যানের ব্যবস্থা করে প্রসূতিকে হাসপাতালে নিয়ে যেতে উদ্যোগী হন। কিন্তু মারুতিতে ওঠার এক মিনিটের মধ্যেই সহেলী টিমের দুই সদস্যা এলসি সুপ্রিয়া গড়াই ও স্বাগতা সামন্তের সহায়তায় অম্বিকা খাতুন সন্তানের জন্ম দেন।

আরও পড়ুন:  জয়নারায়নপুরে দাবিপূরণ! ভেন্টেড কজওয়ে নির্মাণের শিলান্যাস করলেন জুন মালিয়া 

এরপরে সেহেলীর সদস্যারা মা ও সন্তানকে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে ডাক্তাররা তাদের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন। মা ও সন্তান দুই জনেই সুস্থ রয়েছেন। রেলের মহিলা যাত্রীদের সাহায্যের জন্য আরপিএফ -এর মহিলা সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে ‘আমার সহেলী দল’। এর আগেও মেদিনীপুর স্টেশনে সন্তানসম্ভবা মহিলাদের ত্রাতা হয়েছেন সহেলীর সদস্যারা। তাঁদের উদ্যোগ ও সহায়তাকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ