BRAKING NEWS

Purulia : আইআইটি যাচ্ছে চাষির ছেলে! সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য পুরুলিয়ার সোমনাথের

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

ফের সর্বভারতীয় শিক্ষাক্ষেত্রে জঙ্গলমহলের সাফল্য। আইআইটি যাচ্ছেন পুরুলিয়ার চাষির ছেলে। স্নাতকোত্তর স্তরের সর্বভারতীয় আইআইটি প্রবেশিকা পরীক্ষায় সাফল্য ছিনিয়ে নিয়েছেন পাথরাবেড়া গ্রামের বাসিন্দা সোমনাথ মাহাতো।

পুরুলিয়ার আড়শা থানা এলাকার পাথরাবেড়া গ্রামের সোমনাথ মাহাতো কৃষিজীবী পরিবারের সন্তান। সোমনাথের বাবা স্বপন মাহাতো কৃষক। মেধাবী সোমনাথ জেকে কলেজের রসায়নের ছাত্র। সেখান থেকে স্নাতক স্তরের পড়াশোনার পর আইআইটির জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স-এ বসেন তিনি। সদ্য প্রকাশিত হয়েছে পরীক্ষার ফলাফল। সাফল্য পেয়েছেন সোমনাথ। এবার উচ্চশিক্ষার জন্য তাঁর গন্তব্য আইআইটি।

কৃষক পরিবারের মেধাবী ছাত্রটিকে লড়াই করতে হয়েছে দারিদ্রের সঙ্গে। সাফল্যের পরে তাঁর শিক্ষক ও বাবা-মায়ের অবদানকে স্বীকৃতি দিয়ে পরবর্তীতে সফল শিক্ষক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সোমনাথ। অর্থাভাবের লড়াই তিনি জানেন, তাই সেই অর্থাভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষক হয়েই পাশে দাঁড়াতে চান তিনি।

Leave a Reply