BRAKING NEWS

Scam : নিয়োগ দুর্নীতিতে এবার বিরোধীদের নাম কুণাল ঘোষের টুইটে

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানির জন্য আদালতে ঢোকার সময় বিস্ফোরক অভিযোগ এনেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা চাকরির জন্য তদ্বির করেছিলেন তাঁর কাছে, অভিযোগ এনেছেন তিনি। কিন্তু তার কিছু মিনিট আগেই একই বিরোধী নেতার নাম নিয়ে টুইট করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

পার্থ চট্টোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগের মিনিট ২০ আগে কুণাল ঘোষ টুইট করেন, “শিক্ষায় নিয়োগ-বিতর্ক। দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য ও আরও কয়েকজন চাকরির সুপারিশ করেছিলেন কি? তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছিলেন কি? তদন্ত হোক। কেন্দ্রীয় এজেন্সি একমুখী কাজ না করে নিরপেক্ষ কাজ করুক।”


তাৎপর্যপূর্ণ ভাবে এই টুইটের কিছু পরেই আদালতে প্রবেশের সময় পার্থ চট্টোপাধ্যায় বলেন, “‘যে সুজন চক্রবর্তী, দিলীপবাবু, শুভেন্দুবাবুরা বড় বড় কথা বলছেন, তাঁরা নিজের দিকে দেখুন। উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন? ২০০৯-১০-এর সিএজি রিপোর্ট পড়ুন। সমস্ত জায়গায় তদ্বির করেছেন, কারণ, আমি তাঁদেরকে বলেছি করতে পারব না। আমি নিয়োগকর্তা নই। এ ব্যাপারে কোনও সাহায্য তো দূরের কথা আমি কোনও কাজ বেআইনি করতে পারব না। শুভেন্দু অধিকারীর ২০১১-১২ সালটা দেখুন না! দেখুন না, কী করেছিলেন তাঁরা!” দুই জনের মন্তব্যের সাদৃশ্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন।

Leave a Reply