ফের মাওবাদী পোস্টার পুরুলিয়ায়, জঙ্গলমহলে আন্দোলনের হুঁশিয়ারি

ফের মাওবাদী পোস্টার পুরুলিয়ায়, জঙ্গলমহলে আন্দোলনের হুঁশিয়ারি

পুরুলিয়ার একাধিক এলাকায় ফের মিলল মাওবাদী পোস্টার। সাদা কাগজে লাল কালিতে লেখা ১৩ দফা দাবি সহ পোস্টার মিলেছে আড়শা ব্লকের সিঁদুরপুর, মুদালি ও চাটুহাসা এলাকায়। দেওয়া হয়েছে জঙ্গলমহলে আন্দোলনের হুঁশিয়ারিও।

এর আগে শনিবার আড়শার মিশিরডি এবং বেলডি এলাকার বেশ কয়েকটি বাড়ির দেওয়ালে ছাপানো পোস্টারের দেখা মেলে। পুনরায় পোস্টার মেলায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ‘মাওবাদী জিন্দাবাদ’ শীর্ষক পোস্টারগুলিতে ১৩ দফা দাবি জানানো হয়েছে। দাবি জানানো হয়েছে, পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম কমাতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, ৩৬৫ দিন ১০০ দিনের কাজ দিতে হবে, জঙ্গলমহলের জেলাগুলিতে সেচ ব্যবস্থা ও রাস্তা ঘাট পাকা করতে হবে, পুলিশ প্রশাসনকে রাজনৈতিক দলের দলদাস হয়ে কাজ করা যাবে না, কৃষকদের নাহ্য মূল্য দিতে হবে, জঙ্গলে কাঁচা কাঠ কাটা বন্ধ করতে হবে, ভূমিহীন আদিবাসীদের পাট্টার ব্যবস্থা করতে হবে, দুয়ারে মদ প্রকল্প বন্ধ করতে হবে, মাওবাদীদের পুনর্বাসনের প্রলোভন দেখিয়ে আত্মসমর্পণ করানোর রাজনীতি বন্ধ করতে হবে প্রভৃতি। দাবিগুলোকে মান্যতা দেওয়া না হলে সমগ্র জঙ্গলমহলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ