Jhargram : কুড়মালিতে স্নাতকোত্তর চালুর দাবি, ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্নায় পড়ুয়ারা

Jhargram : কুড়মালিতে স্নাতকোত্তর চালুর দাবি, ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্নায় পড়ুয়ারা

ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে আগেই চালু হয়েছে কুড়মালি ভাষার পিজি ডিপ্লোমা। কিন্তু চলতি শিক্ষাবর্ষে শুরু হওয়ার প্রস্তাব থাকলেও কুড়মালি ভাষায় স্নাতকোত্তর এখনও চালু হয়নি। কুড়মালি ভাষায় স্নাতকোত্তর চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ে ধর্নায় বসলেন ছাত্রছাত্রীরা।

গত জুন মাসে ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের কার্যকাল শেষ হয়েছে৷ তারপর থেকে বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্তকিশোর নন্দী সহ পরীক্ষা নিয়ামক ও ফিনান্স অফিসার ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন। ইতিমধ্যেই জয়ন্তকিশোর নন্দী ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ে কুড়মালি ভাষার স্নাতকোত্তর পাঠক্রম চালু করার বিষয়ে চিঠি দিয়েছেন উচ্চশিক্ষা দফতরে। কিন্তু সেই বিষয়ে এখনও উত্তর আসেনি। ফলে চালু হয়নি পাঠক্রম।

আরও পড়ুন:  Jhargram : ২ বছর ধরে প্রাথমিক স্কুলে তালা, স্কুল খোলার দাবিতে আন্দোলনে গ্রামবাসীরা

অন্যদিকে পড়ুয়াদের বক্তব্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষে কুড়মালি ভাষায় ১ বছরের পিজি ডিপ্লোমা চালু হয়েছে। এই শিক্ষাবর্ষে স্নাতকোত্তর চালু না হলে তাঁদের বছর নষ্ট হবে৷ তাই স্নাতকোত্তর শুরু করার দাবিতে প্ল্যাকার্ড হাতে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থানে বসেছেন তাঁরা৷

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ