Paschim Medinipur : ব্যতিক্রমী শিক্ষক দিবস পালন গোয়ালতোড়ের বুলানপুরে

Paschim Medinipur : ব্যতিক্রমী শিক্ষক দিবস পালন গোয়ালতোড়ের বুলানপুরে

ড. সর্বপল্লী রাধাকৃষ্ণান দেশের রাষ্ট্রপতি থাকাকালীন তাঁর জন্মদিবস পালনের অনুমতি চেয়েছিলেন গুণমুগ্ধরা। তিনি তখন জানিয়েছিলেন, তিনি যেহেতু শিক্ষক, তাঁর জন্মদিবস শিক্ষকদের দিন হিসাবেই বালিত হোক। সেই শুরু। বর্তমানে সারা দেশে ৫, সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। দিনটিতে ছাত্রছাত্রী থেকে সর্বস্তরের মানুষ জীবনে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা স্মরণ করে তাঁদের সম্মান জানান, উপহার দেন।

আরও পড়ুন:  গড়বেতা ২নং ব্লকে রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে সংস্কৃতি দিবস উদযাপন

কিন্তু শিক্ষকদের এই দিবসে ব্যতিক্রমী চিন্তাধারা স্বাক্ষর রাখলো পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের বুলানপুরের ছাত্রছাত্রীরা। তারা শিক্ষকদের উপহার দেওয়ার জন্য সংগৃহীত টাকা তুলে দিল শিক্ষকদের হাতে এক অন্যরকম উদ্দেশ্যে। সামনেই পুজো। কিন্তু দুঃস্থ অনেক বাচ্চা আছে যাদের পুজোয় নতুন জামাকাপড় হয় না। তাদের জন্য উদ্যোগ নিল বুলানপুরের বিবেকানন্দ স্টাডি সেন্টারের প্রাক্তন ছাত্রছাত্রীরা। শিক্ষক দিবসে সংগৃহীত টাকায় সেই সব বাচ্চাদের পুজোর জামা কাপড় কিনে দিতে শিক্ষকদের হাতে সেই টাকা তুলে দিল তারা। ছাত্রছাত্রীদের এই মূল্যবোধের শিক্ষায় আপ্লুত শিক্ষকেরাও।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ