আর্থিক অনটনে চায়ের দোকানে দিন কাটে গোয়ালতোড়ের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিভা শ্রীকৃষ্ণ মাহাতর

জঙ্গলমহলের আন্তর্জাতিক পদকজয়ী শ্রীকৃষ্ণ মাহাতো। অ্যাথালেটিক্স ও সাঁতারে একাধিক রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক পদক জিতেছেন এই বধির যুবক। কিন্তু জোটেনি কোন রকম জাতীয় বা রাজ্য সরকারের স্বীকৃতি। ফলে আর্থিক অনটনে খেলা শিকেয় উঠে এখন মায়ের চায়ের দোকান সামলাচ্ছেন তিনি। কিন্তু এতকিছুর মধ্যেও এখনও রয়েগিয়েছে নিজেকে প্রকাশের জেদ। তাই আবার নতুন করে শুরু করতে সরকার ও মানুষের কাছে সমাজমাধ্যমে রেখেছেন সাহায্যের আর্তি।

পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের বাসিন্দা যুবক শ্রীকৃষ্ণ মাহাতো সমাজমাধ্যমে জানিয়েছেন তিনি রাজ্য স্তরে অ্যাথালেটিক্স ও সাঁতারে ৮৩ টি স্বর্ন পদক, ১৬ টি রৌপ্য ও ২ টি ব্রোঞ্চ পদক জিতেছেন। জাতীয় স্তরে ৩১ টি স্বর্ন পদক, ১২ টি রৌপ্য এবং ৭ টি ব্রোঞ্চ পদক জিতেছেন। এছাড়াও ২০১২ সালে বিশ্ব বধির অ্যাথালেটিক্স চ্যাম্পিয়নশিপ, ২০১৫ সালে এশিয়া প্যাসিফিক বধির গেমস, ২০১৭ সালে গ্রীষ্মকালীন বধির অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেছেন।

আরও পড়ুন:  ‘দু চারটে বুড়িমার চকোলেট বোম’ ফেলার নিদান অজিত মাইতির, রাজনৈতিক মহলে বিতর্ক

এই প্রতিশ্রুতিমান যুবকের অভিযোগ, তাঁর সাফল্য ও প্রচেষ্টা সত্ত্বেও জাতীয় বা রাজ্য স্তরে কোন রকম আর্থিক সহযোগিতা পাননি নি। এমনকি সাই-এর অ্যাকাডেমিতে সুযোগ পেলেও অর্থনৈতিক প্রতিবন্ধকতার কারনে তা কাজে লাগাতে পারেননি। এখন সংসারের চাহিদা মেটাতে মায়ের চায়ের দোকান সামলাচ্ছেন।

আরও পড়ুন:  Kharagpur: রাতভোর অবৈধ বালি খাদান অভিযান, বিজেপির বিরুদ্ধে বালি উত্তোলনের অভিযোগ অজিত মাইতির

সমাজমাধ্যমে যুবকের অভিযোগ, বিভিন্ন তরফে আর্থিক পুরস্কার বা চাকরি কোনটিই তিনি পাননি। ফলে খেলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনা, উপযুক্ত সুষম আহার, সঠিক ট্রেনিং কিছুই পাচ্ছেন না। শুধুমাত্র অদম্য জেদকে সঙ্গী করে টিকে আছেন। তিনি আবেদন করেন তাঁকে সাহায্য করার জন্য এবং তাঁর আবেদন সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ