গোয়ালতোড়ের জঙ্গলে চুরি যাচ্ছে শাল গাছ, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন চিহ্ন

গোয়ালতোড়ের জঙ্গলে চুরি যাচ্ছে শাল গাছ, প্রশাসনের ভূমিকায় প্রশ্ন চিহ্ন

পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে তেনসাবাদ ও মোহনপুরের জঙ্গলে রাতের অন্ধকারের সুযোগে চুরি যাচ্ছে পূর্নবয়স্ক শাল গাছ। এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রশাসনের ভূমিকা নিয়েও তাঁদের তরফে উঠেছে প্রশ্ন।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, রাতের আঁধারে রাত ১২ টার পর গভীর জঙ্গলে ঢুকছে গাড়ি। কেটে রাখা হচ্ছে গাছ। তারপর সুযোগ বুঝে হচ্ছে শাল গাছ চুরি। অভিযোগ উঠেছে কাঠ মাফিয়াদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক অতীতে চুরি গিয়েছে কয়েক হাজার গাছ। এক একটি পূর্ন বয়স্ক শালগাছের দাম প্রায় হাজার পনেরো টাকা। স্থানীয়রা বন দফতর ও বিট অফিসের উদাসীনতার দিকে আঙ্গুল তুলেছেন। গোয়ালতোড়ের রেঞ্জার পদক্ষেপ নিচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে। সেই সঙ্গে জানাচ্ছেন জঙ্গলের সম্পদ রক্ষা করতে তাঁরাই চোরেদের ধরতে ব্যবস্থা নেবেন।

যদিও বনদফতরের বক্তব্য ভিন্ন। গোয়ালতোড়ের রেঞ্জার জানিয়েছেন মোহাম্মদ আলম গাজী জানিয়েছেন, ৩৫ দিন টানা টিউটি চালিয়ে ২ জনকে স্পট থেকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। এবং চুরির সঙ্গে যুক্ত একজনকে গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া হয়েছে। জঙ্গলের গাছ চুরির পিছনে বড় মাফিয়াদের দল কাজ করছে বলেও স্বীকার করে নিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ