Medinipur : উদীয়মানের ‘অরণ্যের পাঠশালা’য় শিক্ষক দিবস পালন করলো ‘আমরাই প্রাথমিক শিক্ষক‌’

Medinipur : উদীয়মানের 'অরণ্যের পাঠশালা'য় শিক্ষক দিবস পালন করলো 'আমরাই প্রাথমিক শিক্ষক‌'

শিক্ষকদের সামাজিক দায়বদ্ধতা ও সমাজের প্রতি কর্তব্যবোধ থেকে ‘আমরাই প্রাথমিক শিক্ষক’ জঙ্গলমহলের অবৈতনিক “অরণ্যের পাঠশালা”র ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষক দিবস পালন করলো।

প্রবল বৃষ্টির মধ্যে মঙ্গলবার শালবনীর জঙ্গলে ঘেরা প্রান্তিক গ্রাম শুশনিবাড়ীর আদিবাসী সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের শিক্ষা উপকরণ ও মিষ্টি মুখের মাধ্যমে শিক্ষক দিবস পালন করে ‘আমরাই প্রাথমিক শিক্ষক’ সংগঠন। এই সংস্থার তরফে তন্ময় সিংহ ধন্যবাদ জানান, ভাদুতলা ও সন্নিহিত এলাকার সমাজসেবায় যুক্ত উদ্যোগী যুবসমাজের সংগঠন ‘উদীয়মান’কে। ‘আমরাই প্রাথমিক শিক্ষক’ এর তরফে অভিজিৎ ঘোষ বলেন, “লোধা শবর এলাকা পীরচক ও আদিবাসী সম্প্রদায়ের এলাকা শুশনিবাড়ীতে এই সংগঠন প্রায় চল্লিশ জন ছাত্র ছাত্রীদের নিয়ে দুটি অবৈতনিক ‘অরণ্যের পাঠশালা’ চালায়। সব শিশুদের হাতে আমরা রঙের বই, রঙ পেন্সিল ও ছড়ার বই তুলে দিয়েছি।” উদীয়মান-এর তরফে উপস্থিত শিক্ষকদের হাতে স্বামী বিবেকানন্দের ‘কর্মযোগ’ ও কলম তুলে দিয়ে সম্মান জানানো হয়। উদীয়মান সংস্থাকে ও অরন্যের পাঠশালার শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধিত করেন আমরাই প্রাথমিক শিক্ষকের সদস্যরাও।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ